সাহিত্য ও কবিতা

মোনাফেক |||| বিশ্বজিৎ মানিক 


মোনাফেক |||| বিশ্বজিৎ মানিক 

দুষ্টের শিরোমণি – নরহরি শের
ওজনের পাল্লায় দেখে -শুধু শুধু  ফের।


পাশাপাশি চলে এরা – বলে কথা মিঠা
ধান দেখে বলে বেশ! – এগুলো তো চিটা।


ভালোকে মন্দ বলা – স্বভাব এদের
হোকনা সে নিকটের – আত্মীয় তাদের।


আপন সেজে ঘাপটি মেরে – করবে এপাশ ওপাশ
সুযোগ পেলেই ঠেলে দেবে – পিছে তারা বাঁশ।


সময়ে অসময়ে এরা – কোপ দেয় ঝোপে
কাটতে করেনা দ্বিধা – তারা কোপে কোপে।


কথাগুলো হয় এদের – খুব বেশি মিষ্টি
শতাক্ষী হলো এরা – প্রখর খুব দৃষ্টি।


মোনাফেক বিশেষণে – পরিচয় সমাজে
সজ্জিত থাকে ওরা  – অপরূপ সাজে।


কখন যে কি করে – যায়না তা বলা
উত্তম হলো তাই – সাবধানে চলা।


আপন হয়ে চলে এরা – সকাল ও বিকালে
পাছে ধরে টান দেয় – আগানোর কালে।


চাটুকার হয়ে এরা – করে চাটুকারি
সুযোগেই দেয় তারা – মাথাতেই বারি।


তৈল দিয়ে তেলবাজি – করে তারা ভালো
অন্ধকার হলে পরে – নিভিয়ে দেয় আলো।


কথা দিয়ে কথা নেয় – ভিতরেতে ঢুকে
অমৃতের হাসি যেন – ফোটে উঠে মুখে।


শয়তানি থাকে এদের – মুখোশের আড়ালে
ঠিকঠাক হয় আবার – লাথি গুঁতা খেলে।


স্বভাবে চরিত্রে এরা – অকৃতজ্ঞ হয়
অবিশ্বাসী হয় তারা – করে নয়ছয়।


বন্ধু মিত্র পরিচয় – দিলে হবে ক্ষতি
নষ্ট করবে মানসম্মান – রোধ করবে গতি।


সামাজিক দুরত্ব সদাই – রাখতে হবে বজায়
মিত্র চিন্তা করলে মৃত্যু – হবে নির্ধিদায়।


তাইতো সকলের উচিত – ভেবে চিন্তে চলা
আমার এ কবিতায় শুধু  – সতর্ক হতে বলা।


সকলেরই থাকা ভালো  – সদা সচেতন
নইলে যে করে দেবে – মস্তক মুণ্ডন।


২০/০৬/২০২০ খ্রিস্টাব্দ।


 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন