রাষ্ট্রের আইনের প্রধান দিকপাল ছিলে
এটর্নি জেনারেল মাহবুবে আলম
অসাম্প্রদায়িক চেতনার অধিকারী
রবীন্দ্র প্রেমিক প্রবাদ প্রতীম।
নির্ভীক দেশপ্রেমিক ছিলে তুমি
বঙ্গ জননীর অমায়িক সজ্জন
বৈশ্বিক মহামারী কেড়ে নিয়ে গেল
সুন্দর পরিশীলিত তোমার জীবন।
তোমার প্রয়াণে নেমে আসে প্রাণে
বিষাদের নিদারুণ ছায়া
প্রাণবায়ু তবো চলে গেল উরে
পরে আছে শুধু কায়া।
জীবনের প্রতি স্তর ছিল তোমার
সুপরিসর আলোক উজ্জ্বল
হাসি মাখা মুখ ভরা ছিল যেন
বিচ্যুরিত আলো ঝলমল।
এ ভুবন থেকে চলে গেলে তুমি
জীবনের মায়াজাল ছেড়ে
অসমাপ্ত কাজ ছিল যা তোমার
বাকি রয়ে গেল তা পড়ে।
জীবনকে তুমি গড়ে তুলেছিলে
বিবেকের বলে বলিয়ান
কীর্তি তোমার রবে হয়ে স্মৃতি
রয়ে যাবে হয়ে মহীয়ান ।
আইনের শাসন প্রতিষ্ঠায় তুমি
করেছিলে আজীবন সংগ্রাম
ইতিহাসে থেকে যাবে তোমার
সুখ্যাত হয়ে লেখা নাম।
ভুলবোনা কখনো পারবোনা ভুলতে
আপামর নিপীড়িত সাধারণ
প্রতিরোধে নেমেছ দেখেছ যেখানে
চলছে অন্যায় জুলুম নির্যাতন।
তোমার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে
আইনের শাসন দেশে
চলে গেলে তুমি রেখে কতো স্মৃতি
ভুলবে কি যাঁরা ছিল পাশে?
৩০/০৯/২০২০ খ্রিস্টাব্দ।