কানাডার সংবাদ

সমকালীন দক্ষিন এশিয়ার গণতন্ত্র ও তার সংকট

সমকালীন দক্ষিন এশিয়ার গণতন্ত্র ও তার সংকট

সমকালীন দক্ষিন এশিয়ার গণতন্ত্র ও তার সংকট
কানাডা পিডিআই-এর গোলটেবিল

অখিল সাহা, টরন্টোঃ প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা’র আগামী ২৫শে জানুয়ারী শনিবার বিকাল ৪.০০টায় হোপ ইউনাইটেড চার্চে (২৫৫০ ড্যানফোর্থ এভিনিউ, মেন এন্ড ড্যানফোর্থ) দক্ষিন এশিয়ার সমকালীন সামাজিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট (Contemporary socio-political issues and concerns of South Asia) নিয়ে দক্ষিণ এশীয় গোলটেবিল বৈঠক আয়োজন করেছে। গোলটেবিলে দক্ষিণ এশীয় দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, নেপাল ও শ্রীলংকার বিভিন্ন সংগঠনের পক্ষে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও নেতৃত্ত¡স্থানীয় প্রবাসী ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট দেশের বিষয়ে বক্তব্য রাখবেন। এ সব সংগঠনের মধ্যে ইন্ডিয়া সিভিল ওয়াচ কানাডার পক্ষে ডঃ অপর্না সুন্দর, এলায়েন্স অব প্রগ্রেসিভ কানাডিয়ানস ব্রাম্পটন চ্যাপ্টারের শামসাদ এলাহী শামস, নেপাল বিষয়ে বলবেন মি: চন্দ্র রায়, শ্রীলংকা নিয়ে বলবেন মি: বালা সুব্রামানিয়াম, বার্মা বিষয়ে বলবেন রোহিঙ্গা এসোসিয়েশন অব কানাডার সভাপতি আনওয়ার আরাকানী এবং পাকিস্তান প্রসঙ্গে বলবেন দি কমিটি অব প্রগেসিভ পাকিস্তানী-কানাডিয়ানস কিচেনার চ্যাপ্টারের মি:ওমর লতিফ। এছাড়াও পিডিআই কানাডার পক্ষে আছেন একাধিক বক্তা।
পিডিআই-এর যুগ্ম আহবায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎরঞ্জন দে প্রেরিত এক বার্তায় জানান যে, শুধুমাত্র বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিন এশিয়ার সমকালীন সমাজ, রাজনীতি ও গণতন্ত্র একটি ক্রান্তিকালের ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে। বাংলাদেশ জন্মের পর ৪৮ বছর অতিক্রান্ত হলেও মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ও স্বাধীনতার মুল্যে রচিত সংবিধানের মুল্যবোধ এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও গণতন্ত্র ও মানবিকতা সংকটজনক অবস্থায় উপনীত। দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িক বিভীষিকা ও অশান্তি ঐ অঞ্চলের জাতীয় অর্থনীতি ধ্বংস, শ্রমজীবি সাধরণ মানুষের প্রতি অর্থনৈতিক শোষণ মাত্রা বৃদ্ধি এবং ঐ অঞ্চলে বিশ্ব পুঁজিবাদের থাবা সম্প্রসারণে সহায়তা করছে। এ প্রেক্ষাপটে সকল প্রবাসী সচেতন প্রগতিশীল ও গণতান্ত্রিক মানুষের সক্রিয়তা দেখানো সময়ের প্রয়োজন। পিডিআই কানাডার সমন্বয়য়ক মাহবুব আলম দক্ষিণ এশিয়ার সকল প্রবাসী দেশপ্রেমিক নাগরিককে উক্ত সভায় সবান্ধব উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।

আরও পড়ুনঃ বাসে ঘুমিয়ে ২১ বছর!

আরও পড়ুনঃ নীল নদের মালিক কে?

আরও পড়ুনঃ ‘সুখ’ বুঝতে ৯ মিলিয়ন ডলার দান!

আরও পড়ুনঃ পরিচালকের রুম থেকে বেরিয়ে অঝোরে কাঁদলেন নায়িকা

আরও পড়ুনঃ নিউইয়র্কের হোটেলে বাংলাদেশি তরুণীর মৃত্যু

আরও পড়ুনঃ বাণিজ্যিক উদ্দেশে মুজিববর্ষের লোগো ব্যবহার করা যাবে না

আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে অ্যামনেস্টির ভয়ানক ষড়যন্ত্র!

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 10 =