ফিচার্ড বিনোদন

সালমান ক্ষমা চাওয়ার পরেও ঐশ্বরিয়াকে বাদ দেন শাহরুখ, জুটি বাঁধেন রানিকে নিয়ে

salman-shahrukh-rani-aishariya

বলিউডের অন্যতম সেরা জুটি ঐশ্বরিয়া ও শাহরুখ খান। ‘জোশ’ থেকে শুরু করে দেবদাস, দুজনকে পর্দায় দেখা গেছে সব ব্লকবাস্টার সিনেমায়। তবে অপর একটি সিনেমায় জুটি বেঁধেও শেষ পর্যন্ত সেটি থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া। যে সিনেমা হতে পারতো তাদের একমাত্র পূর্ণাঙ্গ প্রেমের গল্প, যা অধরাই রয়েছে গেছে বলিউডের পর্দায়।

জোশ হোক কিংবা মোহাব্বাতে, অথবা দেবদাস- শাহরুখ ঐশ্বরিয়া যতবার পর্দায় জুটি বেঁধেছেন, শেষ পর্যন্ত দুজনের মিলন হয়নি। কখনো ভাই-বোনের চরিত্রে তো কখনো বিচ্ছেদ- এই জুটির পরিপূর্ণ প্রেমের গল্প বলিউডে এখনও অধরা। তবে সুযোগ ছিল ‘চালতে চালতে’ সিনেমায়। যেখানে গল্পের শেষে প্রেমের পূর্ণতা পেত দুজনের।

তবে সেটিও ভাগ্যে সহায় হয়নি। প্রথমে চুক্তিবদ্ধ হলেও শেষ পর্যন্ত সিনেমাটি থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া। আর এই বাদ পড়ার পেছনে রয়েছে শাহরুখ খানের হাত! গুঞ্জন রয়েছে, ঐশ্বরিয়ার তৎকালীন প্রেমিক সালমান খানের অনুরোধেও কাজ হয়নি। ঐশ্বরিয়াকে বাদ দিয়ে রানি মুখার্জিকে নেওয়া হয় এতে।

বলিউডের ইতিহাসে অন্যতম আলোচিত কাস্টিং পরিবর্তনের ঘটনা নিয়ে শাহরুখ খান একবার মুখ খুলেছিলেন। তিনি জানান, ‘চালতে চালতে’ সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চনের জায়গায় রানি মুখার্জিকে নেওয়ার সিদ্ধান্ত তাঁর কাছে ছিল এক ধরনের অনুশোচনা। যদিও এটি বক্স অফিসে সফল হয়েছিল। শুরুতে নায়িকা হিসেবে ছিলেন ঐশ্বরিয়া। কিন্তু শুটিং–সংক্রান্ত নানা জটিলতা এবং সেটে কিছু সমস্যার কারণে তাঁকে বদলে ফেলা হয়।

শাহরুখ স্বীকার করেন, পেশাগতভাবে এটি প্রয়োজনীয় ছিল, তবে ব্যক্তিগতভাবে অত্যন্ত কষ্টের সিদ্ধান্ত।

কয়েক মাস আগে রেডিটে শাহরুখের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করতে দেখা যায়। তিনি জানান, ঐশ্বরিয়া তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং প্রিয় সহ–অভিনেত্রী, যার সঙ্গে তিনি ‘জোশ’, ‘মোহাব্বাতে’ এবং ‘দেবদাস’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় কাজ করেছেন। তাই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া ব্যক্তিগতভাবে খুব দুঃখজনক ছিল এবং তিনি সত্যিই এই ঘটনায় দুঃখবোধ করেছিলেন।

শাহরুখ আরও জানান, ঐশ্বরিয়াকে সরানোর সিদ্ধান্ত পুরোপুরি তাঁর একার হাতে ছিল না। সিনেমার অন্যতম প্রযোজক হিসেবে তাকে ১০–১২ জনের একটি দলের (যার মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিভিও ছিল) মতামতকে গুরুত্ব দিতে হয়েছিল। মাত্র তিন থেকে চার মাসের মধ্যে সিনেমাটি শেষ করার চাপ এবং প্রতিষ্ঠানের সুনামের বিষয় মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শাহরুখ স্বীকার করেন, ঐশ্বরিয়া ছিলেন অত্যন্ত পেশাদার অভিনেত্রী, তবে পরিস্থিতি সবার জন্যই কষ্টকর হয়ে উঠেছিল। তিনি জোর দিয়ে বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ব্যবসায়িক কারণে নেওয়া হয়েছিল।

সেই সময় মিডিয়া রিপোর্ট অনুসারে জানা যায়, শুটিং সেটে নানা সমস্যার কথা শোনা গিয়েছিল ঐশ্বরিয়াকে নিয়ে। যার মধ্যে তাঁর তৎকালীন প্রেমিক সালমান খানের সঙ্গে জড়িত কিছু ঘটনার প্রভাব ছিল বলেও গুঞ্জন রয়েছে। এসব কারণে কাজের গতি ব্যাহত হয় এবং পরিবেশে টানাপোড়েন তৈরি হয়। যদিও পরে ঐশ্বরিয়া ও সালমান দুজনেই শাহরুখের কাছে ক্ষমা চান, তবু প্রযোজকরা ভবিষ্যতে কোনো সম্ভাব্য বিঘ্ন এড়াতে দ্রুত রানি মুখার্জির দিকে ঝুঁকে পড়েন। শেষ পর্যন্ত রানিকেই নেওয়া হয়। শাহরুখও রানিকেই বেছে নেন জুটি হিসেবে।

সূত্র: কালের কন্ঠ

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন