কানাডার সংবাদ

ক্যুইবেক সিটির মসজিদে হামলাকারীর সাজা কমাল আদালত

সিটির মসজিদে হামলাকারীর

ক্যুইবেক সিটির মসজিদে হামলাকারীর সাজা কমাল আদালত

২০১৭ সালে কানাডার কুইবেক সিটির একটি মসজিদে সংঘটিত হামলায় অভিযুক্ত যুবকের সাজা কমিয়ে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ৪০ বছরের বদলে ২৫ বছর পর প্যারোলের সুযোগ দেয় কুইবেক সিটির আপিল আদালত। খবর বিবিসির।

Alexandre Bissonnette


গত বছর মসজিদে ছয়জন মুসল্লিকে হত্যা ও পাঁচজনকে গুরুত্ব আহত করার দায়ে হামলাকারীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল।

কুইবেক সিটির উচ্চ আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশকে ‘অমানবিক ও অস্বাভাবিক’ বলে আখ্যায়িত করে। আপিল বিভাগের এ রায়ের অর্থ হলো, অভিযুক্ত ব্যক্তিরা ৪০ বছরের বদলে ২৫ বছর পর প্যারোলের সুযোগ পাবে।

২০১৭ সালের জানুয়ারিতে কানাডার কুইবেক সিটির ইসলামিক কালচারাল সেন্টারে আঘত করে সমবেত মুসল্লিদের ওপর বন্দুক হামলা চালায় আলেক্সান্দ্রে বিসোননেট। পরবর্তীতে আদালতে এসে বিসোনেট জানায়, ‘আমার কৃতকর্মে আমি দুঃখিত। আমি কোনো সন্ত্রাসী নই। আমি ইসলামবিদ্বেষীও নই।’

কানাডায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামীরা ২৫ বছর পর প্যারোলে মুক্তি পাওয়ার যোগ্য বলে গণ্য হয়। ২০১১ সালে বিশেষ হত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে এর চেয়ে সময় বৃদ্ধির সুযোগ দেওয়া হয় বিচারকদের।

সূত্র : বিবিসি


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন