সাহিত্য ও কবিতা

সিবিএনএ সেঞ্চুরি ||||  বিশ্বজিৎ মানিক


সিবিএনএ সেঞ্চুরি ||||  বিশ্বজিৎ মানিক


সিবিএনএ সেঞ্চুরি হয়ে যাবে আজ – ছাপা হলে এই কবিতা

হয় যদি তাই সঞ্চারিবে প্রাণে – আনন্দ উল্লাসের বারতা।


শত কবিতার ছাপাখানা হবে – আন্তর্জাতিক গণমাধ্যম
করোনা কালেই হয়েছে লেখা – কবিতা খোকার প্রথম।


প্রবন্ধ লেখার অভ্যাস ছিল তার – লেখেছে আগে বেশ

ছাপা হয়েছে সুভেনিরে কতো – তার লেখা সন্দেশ।


ভালো কিনা মন্দ হয়েছে – পাঠকেরাই শুধু জানে
হয়েছিল কথা খোকার লেখায় – একবার এসেছিল কানে।


চব্বিশ মার্চ লক ডাউন হলে – কবিতা লেখার শুরু

সেই থেকে কবিতা লেখেছে ছয়মাস – ফাঁকে ফাঁকে খোকা পুরো।


একশো পঁচাশি দিনে কবিতা করেছে – একশো ত্রিশ খানা সৃষ্টি

শত কবিতা ছাপিয়ে সিবিএনএ – পোক্ত করেছে তার কৃষ্টি।



রাত পোহালেই ঘুরেফিরে দেখে – কবিতার কতো উপাদান

উৎসাহ জাগে লেখতে কবিতা – কবিতায় খোঁজে পায় প্রাণ।


সার্থকতা তখনই লেখার – পাঠকের যদি মনে ধরে

পাঠকই হলো লেখার উপজীব্য – যদি তা গ্রহণ করে।



কবিতা লেখা শুরু হয় খোকার – ভ্রমরের মধু খাওয়া দেখে

কল্পনার আকাশে রথে চড়ে খোকা – তাল লয় আর সুর শেখে।


দাদার লেখা কবিতার বইগুলো – মনযোগে হয় তার পড়া

নেশা চেপে যায় লেখবে কবিতা – শুরু হয় সৃষ্টি করা।



ভাষার মালা খোকার মনে – যখন দোলা খেয়ে আসে

অক্ষর শব্দের নানামুখী চালে – মালা জীবনের সাথে যায় মিশে।


বাক্যের সমাহার হয়ে গেছে কিছু – ছন্দের শৃঙ্খলে বন্দী

কবিতা সৃষ্টিতে প্রয়োজন দেখে সে – পদ সমাস আর সন্ধি।



বিষয় নির্ধারণ হয়ে গেলে পরে – উপমা অনুপ্রাস চিত্রকল্প

বাক্য সৃষ্টিতে খুব বেশি দরকার – লেখকের দৃঢ় সংকল্প।


নিরবে কল্পনার রথে চড়ে খোকা – শুরু করে দেয় লেখা

কিছু দুর গিয়ে পেয়ে যায় তার – কল্পিত কবিতার দেখা।



এইভাবে খোকার কবিতা লেখার – হয়েছিল যবে শুরু

সামাজিক যোগাযোগে ছেড়ে দিয়ে তার – বুক করে ধুরু ধুরু।


সিবিএনএ’র তা চোখে পড়ে গেলে – আগ্রহ করে প্রকাশ

শত কবিতা ছাপা করে তাঁরা – ঘটালো লেখার বিকাশ।



কৃতজ্ঞতা খোকার সিবিএনএ’র প্রতি – থাকবেই চিরকাল

দেশ দিগন্ত মিডিয়া যাকে – কবিতায় করেছে মাতাল।


কলাকুশলী সকলের প্রতি – রক্তিম ভালোবাসা

লেখে যাবে কবিতা যতদিন সম্ভব – রাখে মনে খোকা আশা।



২৪/০৯/২০২০ খ্রিস্টাব্দ।


সংবাদটি শেয়ার করুন