সাহিত্য ও কবিতা

ভীমরুলের সন্ত্রাস |||| বিশ্বজিৎ মানিক


ভীমরুলের সন্ত্রাস |||| বিশ্বজিৎ মানিক


আমার বাড়ি থাকিস বেটা – বানিয়ে রে তুই ঘর

বাড়ির মালিক হয়েও আমি – খেলাম কেন কামড়?


লজ্জা শরম নাইরে ভীমরুল – বিশ্বাসঘাতক তুই

সুযোগ পেয়েই চোখের ভিতর – ঢুকিয়ে দিলে সুঁই।


এমন ব্যাথা পেলাম আমি – প্রাণটি হলো খড়

বিষের চোটে রাতের বেলায় – এলো ভীষণ জ্বর।


চোখের ভুরু ঝোলে হলো – আবরণের ছানি

ছিটা দিলেও ঢুকছে না আর – চোখের ভিতর পানি।


বৈরীতাটি সারাজীবন – ধরেই আছে যেন

কি ক্ষতিটি করছি আমি – কামড় দিলে কেন?


হাঁটছি আমি ফল বাগানে – পারছি নাতো ফল

তবু কেন আমার সাথে – করলি রে তুই ছল?


সাদাসিধে মানুষ আমি – হিংসা কভু নাই

আনন্দটা উপভোগে – ফল বাগানে যাই।


দেখছি নাতো জীবন ভরা – খেতে তোকে আমিষ

বংশপরম্পরায় কেন – হুলের ভিতর বিষ?


ফলের রস আর ফুলের মধু – জানি তোর খাবার

হিংসাটি তোর ক্যামনে হলো – ভেবে না পাই কিনার?


স্বাধীন ভাবেই হচ্ছে তোদের – খাওয়া গাছের ফল

তবু কেন ফেলতে গেলি – আমার  চোখের জল?


জানা ছিল সাপও নাকি – ব্যাথায় কামড় মারে

বিনা দোষে আমায় কামড় – মারলি ক্যামন করে?


সন্ত্রাসীরা হয় না জানি – কারো আপন জন

এদের থেকে থাকতে হয় – দূরে যোজন যোজন।


এ কথাটি বলেছিলেন – একদিন আমার বাবা

নইলে নাকি বসিয়ে দেবে – সুযোগ পেলেই থাবা।


সত্যি হলো বাবার কথা – আজকে কামড় খেয়ে

মিথ্যে হলে তুই বলা রাম – আসতে কি আর ধেয়ে?


ধ্বংস করে দেব আমি – তোদের বসত বাড়ি

তখন দেখি ক্যামন করে – বাঁধবে কোথায় হাঁড়ি?


সত্তর কিলো মানুষ আমি – লাগছে না তোর চোখে

হাসপাতালে পাঠিয়ে দিলি – সামান্য এক পোকে!


হিংসার আগুন জ্বালিয়ে দিলে – আমার প্রাণে মনে

বাদ বিসম্বাদ করবো আমি – এখন তোদের সনে।


শুক্রবারে করেই দেবো – জঙ্গল পরিস্কার

ভীমরুলেরা লুকিয়ে থাকার – ঠাঁই পাবে না আর।


১২/০৯/২০২০ খ্রিস্টাব্দ।



সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন