ফিচার্ড সাহিত্য ও কবিতা

 প্রখ্যাত সংগীত শিল্পী কে কে স্মরণে ।।।। জয়িতা চট্টোপাধ্যায়

 প্রখ্যাত সংগীত শিল্পী কে কে স্মরণে ।।।জয়িতা চট্টোপাধ্যায়


হু ইজ কে কে:
ওই বুদবুদ গুলোই ছিল তার অহংকার
হাওয়ায় হাওয়ায় তাঁর ওড়াওড়িময় সৃষ্টি
সদৃশ হয়ে উঠেছিল প্রাচীনতার সামনে
খোপে খোপে মৃত্যু, মৃত্যুর দিকে তাঁর
যবনিকাহীন যাতায়াত, বুদবুদগুলো
মিশে গেছে আমাদের কৈশোর ও যৌবনের রক্তে
ওই গুলোই ছিল তার রঙিন অহংকার
আজ তার ক্ষত বিক্ষত মুখের ভাষ্কর্য ফুটে ওঠে
বুকের ভেতর, শতাব্দীর সূর্য আজ অস্তমিত
অভ্যর্থনা জানাচ্ছে ওপারের কেউ
আকাশে গড়ে উঠেছে
একটা এলাচ গন্ধের দ্বীপ তার জন্যে
আকাঙ্খার অন্য নাম জীবন
অসহ্য রক্ত প্রবাহে তার গান বইছে
যুদ্ধের চেয় ও ভয়ঙ্কর সে সব গান
একদিন ওড়াই এ প্রশ্নের প্রতিশোধ নেবে।। 
 
 —————————————————————-
সে চলে গেল
 আজ একটা মৃত্যু শোক
স্মরণীয় করে গেল ভোর বেলা 
ঝাউবন জুড়ে দেখা দিল হাওয়ার বিলাপ
আজ নক্ষত্রে মিলে মিশে গেল নাড়ী
যেন সে পরবাস যাপন করছিল
প্রিয় স্মৃতিগুলি সরু টানে এঁকে দিয়ে 
সে চলে গেল
ঘুমোতে যাওয়ার মতন সে চলে গেল
চলে গেল সে কোটি কোটি ভারতবাসীর স্বপ্নের ভেতরে, মৃত্যুর বর্ণাঢ্য শোকে
আজকের ভোরবেলা ভরে গেল বিষাদ মহিমায়।। 
 
 ——————————————————
 
 তারাদের দেশে কে কে:
তোমাকে বেঁধে রাখতে পারলাম না
এ আমাদেরই অক্ষমতা
তোমার গোলাপ সারা সন্ধ্যে খুলে রাখলে
তারপর হঠাৎ কি এমন হল
সাদা অন্ধকারে 
লাল বাঁকা সিঁড়ি দিয়ে তুমি উঠে গেলে
কি নির্ণয় হল সবুজ কম্পাসে? 
তোমার সমস্ত পথ উড়ে গেল সংগীতের দিকে
সেখানেই আমাদের দীক্ষা
কি ভাবে জড়িয়ে গেল
এত শিকড় বাকড় তোমার পায়ে? 
তুমি চলে গেলে নিঃশব্দে
বেদনার ভার হয়ে উঠছে প্রবল
তোমার গানের থেকে ছিটকে আসছে আলো
প্রাণ কোষ ছিঁড়ে নিংড়ে নিচ্ছে ভেতর
একটাই শব্দ উচ্চারিত হচ্ছে
 ‘তুমি আজ তারাদের দেশে’
আমাদেরই তো অক্ষমতা
সূর্যরশ্মি হাতে পেয়েও 
তোমাকে বেঁধে রাখতে পারলাম না।। 
সংবাদটি শেয়ার করুন