সাহিত্য ও কবিতা

খুলছে টেনে রুদ্ধদ্বার |||| বিশ্বজিৎ মানিক

খুলছে টেনে রুদ্ধদ্বার

খুলছে টেনে রুদ্ধদ্বার |||| বিশ্বজিৎ মানিক

অন্ধকারের পথ ছেড়ে ভাই – আলোর পথে আসনা ফিরে
ঝড় উঠেছে কতো কথার – আমরা জানি তোকেই ঘিরে
করছে কেহ আমার দেশে – স্বার্থ নিয়ে টানাটানি
তুচ্ছ বিষয় নিয়েই কেহ – করছে যে আজ হানাহানি।

গরীব দুঃখির কষ্ট দেখে – অনুকম্পা নেই যে কারো
জমিয়ে ধন নিজের তরে – চাচ্ছে কেহ হতেই হিরো
ধর্ম কথা বলেই দেখি – ধর্মগুরু করছে পাপ
কেউ জানেনা কখন যে কার – পড়বে মাথায় চরম শাপ।

মানুষের তরে মানুষ নাকি – বলছে সকল ঋষি মুনি
স্বার্থ নিয়ে তবে কেন – মানুষগুলো হচ্ছে খুনি?
ঘাতকতা করছে মানুষ – একে অন্যের সাথে ভাই
মানুষ নামের অমানুষই – শীর্ষে দেখি পাচ্ছে ঠাঁই।

পদস্খলন হচ্ছে কারো – ধর্ম কথা  বলছে কেউ
ধূর্ত যারা এ সমাজে – মোরগ দেখে হচ্ছে ফেউ
ফেউ গুলো সব জোট বেঁধেছে – করছে তারা মোরগ নিধন
ছদ্মবেশী সাজ ধরে কেউ – নিচ্ছে করে আখের সাধন।

পথ হারিয়ে হাঁটছে কেহ – পাচ্ছে না তার পথের দিশা
তেপান্তরের মাঠ পেড়িয়ে – সারছে কেহ হাঁটার নেশা
হাঁটাহাঁটি করেই কেহ – জীবন তরী করছে পাড়
এমন মানুষ চতুর্দিকে – ছড়িয়ে আছে বেশুমার।

মাথায় কারো শীষ উঠে যায় – দেখলে এসব অনাচার
আইন আদালত পিছন ঠেলে – হাতে তুলে নেয় সে বিচার
সংবিধানের দোহাই দিয়ে – যায়না তখন তাকে রোখা
উগ্রবাদী সেই কাকাটি – অবশেষে হয় যে বোকা।

অধিকারের সীমা ছেড়ে – অর্জিত হয় যেই সে খ্যাতি
ধরলে পোকায় কামড় মেরে – ভিষণ তোমার হবেই ক্ষতি
গড্ডালিকায় চলছে সবাই – ভাবছে না তার আগপিছে
আকাশ থেকে ধপাস করে – পড়ছে আবার কেউ নিচে।

সংবাদ মাধ্যম সজাগ হলে – পড়বে ধরা চোরের দল
সাংবাদিকের মাঝেও আছে – ঘাপটি মেরে কতেক খল
জীবন ঝুঁকি নিয়েও কেহ – করছে প্রচার সমাচার
সংবাদ দেখে ভেংচি কেটে – দেখাচ্ছে ভয় দুরাচার।

স্বেচ্ছাচারী হচ্ছে কেহ – আছে যাদের দেহে বল
পরের জমির উপর বানায় – তারাই দেখি শপিং মল
ধরছে এবার কামড় দিয়ে – আমার দেশের কর্ণধার
এক পলকে ঝাকার মেরে – খুলছে টেনে রুদ্ধদ্বার।

০১/১১/২০২০ খ্রিস্টাব্দ।




এসএস/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন