সাহিত্য ও কবিতা

“করোনা আর প্রাণ কেঁড়োনা” | শর্মিলী শর্মি

করোনা আর প্রাণ কেঁড়োনা | শর্মিলী শর্মি
“করোনা আর প্রাণ কেঁড়োনা”
 শর্মিলী শর্মি

ভাইরাস করোনা আর কাউকে মেরোনা
আকালে অকাতরে আর প্রাণ কেঁড়োনা
মানবজাতির বারংবার অবমাননা আর অবহেলায় তীব্র অভিমান নিয়ে আসছো তুমি অজুহাতহীন হয়ে!

বস্তাপচাঁ ময়লায় ঢেকে গেছে গোটা পৃথিবীটা মানুষ থেকে মানুষ দূরে ছোঁয়া যাবে না স্নেহের পরশকে।
ধরলে পরে চোখের সামনে ভাসে
মৃত্যু ধোঁয়া!
বিছানায় শুয়ে কেউ গুনছে জীবনের শেষ দিন।

বিশ্ব আজ হারিয়েছে তার সকল সুখের বীণ
শেষ দেখাটা আপনজনেরা পায়না তো কেউ
করোনার থাবায় থেমে গেছে জীবণের আনন্দ ঢেউ!

তীব্র অভিমানে ছড়িয়েছো সারাবিশ্বে
আজ তোমার আতংকে স্বপ্নের দেশগুলো হয়েছে শ্মশান।
মৃত্যু জোয়ারে উদ্ভেলিত আজ সারা বিশ্ব
নীরব অপারগ হয়ে পৃথিবীর সবাই দেখছে
এই বিভীষিকাময় দৃশ্য!

 


পৃথিবী যেন অবলীলায় হতে চায় বিলীন ও ভষ্ম,
করোনা তুমি গো-গ্রাসে মৃত্যু ক্ষিদেয় কেড়োনা কারো প্রাণ।
ঝড়িয়োনা আর কারো জীবন হয়ে যে মাতাল।
আজ সবাই পরাজিত লড়তে তোমার সাথে
হচ্ছে না কাজ আর কোন হাত রেখে হাতে
আজ সবাই সংকিত ভয়ে ও ত্রাসে
প্রাণপিলে কেঁপে উঠে সর্দি কাশে!

পৃথিবীর বাতাসে আজ শুধু লাশের গন্ধ
করোনা তোমার তান্ডব করো আজ বন্ধ
বিশ্ব হয়েছে আজ লাখো লাশে ভারী
করোনা ছড়ালো বিশ্বে মহামারী।

 


লেখকঃ শর্মিলী শর্মি 
বাংলাদেশ 
সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =