প্রবাসের সংবাদ

সৌদিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

সৌদি আরবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা রাজধানী রিয়াদে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ বলা হয়, প্রথমবারের মতো সৌদি আরবে একদিনে সর্বোচ্চ ৩ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নতুন করে ৩৬ জনের মৃত্যু নিয়ে দেশটিতে এ পর্যন্ত ৭১২ জনের প্রাণহানি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭২ হাজার ৮১৭ জন।

রাজধানী রিয়াদে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা। এরপর পবিত্র শহর মক্কার অবস্থান। আর আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জেদ্দা। এসব শহরের সঙ্গে পাল্লা দিয়ে দেশটির দাম্মাদ শহরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন