স্কটল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ এ যোগ দিতে স্কটল্যান্ডের পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ অক্টোবর বিকেলে স্কটল্যান্ডের গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ফুল দিয়ে স্বাগত জানান।
‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান