স্ত্রী সোফি গ্রেগরির সঙ্গে জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রুডোর সরকারি অফিস থেকেই এ তথ্য জানানো হয়েছে। আক্রান্ত হওয়ার শঙ্কায় বর্তমানে স্ত্রীর সঙ্গে ট্রুডোও আইসোলেশনে আছেন।
এদিকে, স্ত্রী সোফি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার লক্ষণ খুব গুরুতর নয় বলে জানিয়েছেন জাস্টিন ট্রুডো।
তবে তার রোগ প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।শুক্রবার এক বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, আমি ১৪ দিন স্বেচ্ছা আইসোলেশনে থাকবো। আমার আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ এখন পর্যন্ত নেই। আমি বেশ ভালো অনুভব করছি। প্রযুক্তি আমাকে ঘরে বসে কাজ করতে সাহায্য করছে।
‘সবকিছুর পরও আমরা সামাজিক মানুষ’ এটাই সত্যি, যোগ করেন ট্রুডো।
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রতিটি পরিবারের কথা একইভাবে চিন্তা করছেন বলেও জানান তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি দম্পতি। আর সেখান থেকে ফেরার পরই সোফির করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয় বলে টুইটে জানান ট্রুডো নিজেই।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করার পরদিনই আক্রান্ত হন সোফি গ্রেগরি। হিসাব অনুযায়ী, দেশটিতে তিনি ১৫৮তম কোভিড-১৯ রোগী।
এক বিবৃতিতে নিজের অস্বস্তিকর অনুভূতি জানিয়েছেন সোফি। তবে এও বলেছেন, তিনি খুব দ্রুত সেরে উঠবেন বলে আশা করছেন। কারণ তার সংক্রমণের মাত্রা তুলনামূলক কম।