কানাডার সংবাদ

স্বল্প আয়ের মানুষরাও সাহায্য পাবেন – ট্রুডো

স্বল্প আয়ের মানুষরাও সাহায্য পাবেন - ট্রুডো

 

স্বল্প আয়ের মানুষরাও মাসিক একহাজার ডলার আয়ের মৌসুমী কর্মীরাও সিইআরবি পাবেন

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজ ঘোষণা করেছেন যে কানাডিয়ান জরুরী রেসপন্স বেনিফিট (সিইআরবি) কানাডিয়ান স্বল্প আয়ের স্বল্প আয়ের মানুষরাও সহায়তা করার জন্য প্রসারিত করা হবে। বিশেষ করে যাঁরা COVID-19 এর কারনে ক্রমাগত অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ সুবিধা পেতে সিইআরবি-র জন্য মানদণ্ড শিথিল করা হবে।

ফ্রিল্যান্সাররা যাঁরা মাসে এক হাজার ডলার বা তারও কম পরিমাণে উপার্জন করেন সেসব ব্যক্তিরা এখন এই সুবিধা প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

এছাড়াও, যারা মৌসুমী সংক্রান্ত কাজের উপর নির্ভরশীল হন, তবে মহামারীজনিত কারণে আর কর্মসংস্থান খুঁজে পাচ্ছেন না তাঁরাও এ জরুরী সুবিধা পাবেন।

ট্রুডো আরও ঘোষণা করেন আগামীকাল বৃহস্পতিবার তিনি প্রাদেশিক নেতাদের সাথে আলোচনা করবেন এবং প্রতি মাসে ২৫০০ ডলারেরও কম বেতনভোগী কর্মীদের বেতন বাড়ানোর চেষ্টা করবেন।

-আসছে বিস্তারিত…

 

সূত্রঃ ইমাম উদ্দীন

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =