ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস আজ। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে ভাষণ দেন।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, দিবসটি উদ্যাপনে দেশ জুড়ে করোনা পরিস্থিতি বিচার করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। গণজমায়েত নিয়ন্ত্রণে রাখতে লালকেল্লার অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যা কমানো হয়েছে। আমন্ত্রিতদের লালকেল্লায় প্রবেশে ফেসমাস্ক বাধ্যতামূলক। প্রতি আসনের মধ্যে থাকবে দুই গজের দূরত্ব। গার্ড অব অনারের দায়িত্বপ্রাপ্ত জওয়ানদের এরই মধ্যে কোয়ারেন্টাইন করা হয়েছে। ভারতীয় সেনার তিন বাহিনীর ২২ জন জওয়ান গার্ড অব অনারে অংশ নেবেন। থাকবেন দিল্লি পুলিশের বিশেষ বাহিনীও। সকাল সাড়ে ৭টা নাগাদ লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
এদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে গতকাল শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, করোনা যোদ্ধাদের কাছে গোটা জাতি ঋণী। গালোয়ান উপত্যকায় নিহত ২০ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদির আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্রঃ সময় টিভি নিউজ
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন