সাহিত্য ও কবিতা

স্মৃতি রোমন্থন ||||| বিশ্বজিৎ মানিক 


স্মৃতি রোমন্থন ||||| বিশ্বজিৎ মানিক


বিকেল বেলা করছে খেলা ডানপিটে সব ছেলে
ইচ্ছে মতোই ধরছে তারা পাখনাটাকে মেলে।


একেক জনে একেক রকম করছে মাঠে খেলা
রোজ বিকেলেই জমে এমন দুষ্ট ছেলের মেলা।


কেউবা দেখে ডাংগুলিটা যাচ্ছে কতো দূর
আবার কেউবা মাঠের জলকে ভাবছে সমুদ্দুর।


কলা গাছের ভেলা নিয়ে নামছে মাঠের জলে
লগি দিয়ে ঠেলছে ভেলা দুষ্ট ছেলের দলে।


কেউবা আবার ছোট জালে ধরছে পোনামাছ
উঠলে জালে ফেলেছে ছিড়ে জলজ সব গাছ।


ব্যাঙের দলে ডাকছে যখন ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ
কেউবা আবার কঞ্চি দিয়ে ভাঙছে তাদের ঠ্যাঙ।


ব্যাঙগুলোসব প্রাণ বাঁচাতে মারছে যখন ডুব
হাতটি মাথায় দিয়ে বলে কষ্ট পেলাম খুব!


ঘারু নামের ব্যাঙটি যদি আসতো আবার ফিরে
কঞ্চি দিয়ে এক বাড়িতেই দিতাম তাকে মেরে।


সন্ধ্যাকালে হঠাৎ যখন বৃষ্টি নেমে এলো
বৃষ্টি ভিজেই করছে খেলা দুষ্ট ছেলেগুলো।


ফিরছে দাদা ঘরে যখন গরুগুলো রেখে
রাগ হলো তার ছেলেগুলোর বৃষ্টি ভেজা দেখে।


বৃষ্টি ভেজা দেখে দাদার মাথায় দিলো নাড়া
ভাবলো দাদা এগুলোকে করতে হবে তাড়া।


ছাতা মাথায় দাদাবাবু খিলখিলিয়ে হেসে
ধীরে ধীরে পা টিপিয়ে গেলো তাদের পাশে।


কঞ্চি নিয়ে দাদাবাবু রাগের স্বরে বলে
মারবো বাড়ি পিঠ পাতারি হাতের কাছে পেলে।


তাড়াতাড়ি দৌড়ে পালা সবাই নিজের ঘর
বৃষ্টি ভিজে আনবে নাকি আজকে রাতেই জ্বর?


এখন যদি না যাস ঘরে খারাপ হবে ফল
দাদার কথায় পালিয়ে গেলো দুষ্ট ছেলের দল।


ছেলেগুলো তাড়িয়ে দিয়ে দাদা ভাবে মনে
এদের মতো থাকতে কতো খেলছি বনে বনে।


এসব কথা উতলে উঠে দাদার মনে যখন
হেঁটে হেঁটেই করে দাদা স্মৃতি রোমন্থন।


০২/০৮/২০২০ খ্রিস্টাব্দ।


 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন