ফিচার্ড সাহিত্য ও কবিতা

একাঙ্কিকা ||| পুলক বড়ুয়া

একাঙ্কিকা ||| পুলক বড়ুয়া


মাঝে মাঝে আমার ভালোবাসা পর্বত চূড়ায়
মাঝে মাঝে সমুদ্দুরে জোয়ার-ভাটায়
মাঝে মাঝে মনে হয় বয়ে গেছে
গাঁয়ের পাশ দিয়ে গাছের ছায়া বুকে নিয়ে
মাঝে মাঝে মনে হয় নামে সে
আলোআঁধারি হয়ে রাত্তিরে
মাঝে মাঝে সৈকতে একা
জনারণ্যে জনান্তিকে
বালুকাবেলায় একাকিনী
মাঝে মাঝে নীলিমাকে ভালোবেসে উড়ে যায়
হাওয়ার ঢেউ এসে দোলা দিয়ে যায়
মাঝে মাঝে কী সুন্দর
হাঁটি হাঁটি পা পা করে পড়ে যায়
ঘোরলাগা রথে চড়ে
আসে আর যায় তার ওঠা পড়া
কখনো দেখেছি
ঈশান কোণে অগ্নি কোণে বায়ু কোণে নৈঋতে
ঊর্ধ্বে পাই, নিম্নে পাই
ডাইনে-বায়ে ঘোরে
এপাশ ওপাশ করে
সম্মুখ সমরে পশ্চাদাপসারণ করে‌
ডিঙাই চড়াই উৎরাই, সমতটে যাই
ভালোবাসা
এই একটি একাঙ্কিকার আমরা দুজন
নীরব নির্জন একান্ত কুশীলব
সাক্ষী অন্তর্যামী
সংবাদটি শেয়ার করুন