স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইরান। আজ সোমবার রয়টার্স জানায়, দেশটির এক সিনিয়র কমান্ডার তাসনিম বার্তা সংস্থাকে এ কথা জানিয়েছেন।
গত ২৭ নভেম্বর তেহরানের কাছে এক আততায়ী হামলায় ফখরিজাদাহ নিহত হন। ইরান এ হত্যাকাণ্ডের পেছনে ইসরাইলকে দায়ী করলেও, ইসরায়েল এর দায় স্বীকার কিংবা অস্বীকার কিছুই করেনি।
ইরানের রেভলুশনারি গার্ডের ডেপুটি কমান্ডার আলী ফাদভির বরাত দিয়ে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, ‘কোনও সন্ত্রাসী সেখানে উপস্থিত ছিল না। ফখরিজাদাহ যখন গাড়ি করে যাচ্ছিলেন, তখন একটি ক্যামেরা তাকে অনুসরণ করে।’
‘মেশিনগানটি একটি ট্রাকে ছিল এবং স্যাটেলাইট একে নিয়ন্ত্রণ করছিল,’ যোগ করেন তিনি। গতকাল রবিবার এক অনুষ্ঠানে তিনি এ সব বলেন।
ইরান কর্তৃপক্ষ ‘হত্যাকারীদের শনাক্ত করতে তথ্য পেয়েছে’ – এমন খবর জানানোর পর ফাদাভি এসব বলেন।
গত সপ্তাহে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি কোনও মানুষ ছাড়াই ‘বৈদ্যুতিক ডিভাইস’ দিয়ে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছিলেন।
সূত্রঃ দ্য ডেইলি ষ্টার
বাঅ/এমএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন