প্রবাসের সংবাদ শিক্ষাঙ্গন

হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেল বাংলাদেশের পালকী

হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেল বাংলাদেশ পালকী
জাহানারা মেহেরিন পাটোয়ারী পালকী

মেরিল্যান্ড: হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেল বাংলাদেশ পালকী।  মেরিল্যান্ড’র বাংলাদেশী ব্যবসায়ী ও সমাজসেবক কবির পাটোয়ারী  ও পারভিন পাটোয়ারীর একমাত্র কন্যা জাহানারা মেহেরিন পাটোয়ারী পালকী চিকিৎসা বিজ্ঞানে উচ্চ শিক্ষা লাভের জন্যে হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন| বর্তমানে পালকী মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞান বিষয়ে অধ্যায়ন করছেন ।

আরও পড়ুনঃ জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে হিন্দু ধর্ম ত্যাগ

হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য বাংলাদেশের  জাহানারা মেহেরিন পাটোয়ারী পালকী উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাওয়াতে তাবৎ কমিউনিটির মানুষরা খুশি। এভাবে পালকীরা এগিয়ে যাবে বিশ্বের সর্বউচ্চ পর্যায়ে আর তাদের অগ্রযাত্রায় গর্বীত হবে জন্মধাত্রী পিতামাতা, গর্বীত হবে প্রবাসীরা।  আগামী জানুয়ারীর ২৭  তারিখ থেকে পালকী হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করবে। মেয়ে পালকীর জন্য দোয়া চেয়েছেন পালকীর পিতা কবির পাটোয়ারী  ও মা পারভিন পাটোয়ারী ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =