বিশ্ব

হে বন্ধু বিদায়…

সব কিছু ভেঙ্গে চুরমার করে আমাদের ফয়সাল ভাই চলে গেছেন।

পৃথিবীর এই কোলাহলে তাকে আর আমরা খুঁজে পাবোনা! আর দেখবো না ভরা জোৎস্নার মতো তার ভুবন ভুলানো মিষ্টি হাসি। বিলাতের জোৎস্না মেখেই তিনি মিশে গেছেন ওই দূর নক্ষত্রের ভীড়ে। তিনি এখন কেবলই অসীম এবং অনন্তের বাসিন্দা!

ইন্না লিল্লাহি …  ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

লন্ডনের রমর্ফোডের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: আব্দুল মাবুদ চৌধুরী ওরফে ফয়সাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত‍্য‍াগ করেছেন বুধবার রাতে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। বাংলাদেশে তার আদি বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানায়।

তিনি সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন।

১১ বছরের কন‍্যা ওরিশা, ১৮ বছরের পুত্র ইনতিসার আর আমাদের সবার প্রিয় রাণী ভাবীর বুকফাটা আতর্নাদ এবং বিলাতে বাঙ্গালী কমিউনিটির হাহাকার ও কর্মস্থলের সহকর্মী ডাক্তারদের সকল চেষ্টা ব‍্যর্থ করে তিনি আমাদের কাছ থেকে চির বিদায় নিলেন।

স্বপ্ন দিয়ে গড়া একটি অপুর্ব সুন্দর জীবন শেষ হলো স্মৃতি দিয়ে – নির্ধারিত সময়ের অনেক আগেই…।

এই স্মৃতি অনেক বেদনার, এই মৃত্যু অনেক ভারী!

হে বন্ধু বিদায়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =