ফিচার্ড বিশ্ব

১ হাজার ৮০০ প্রাণহানির পরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে

ditwa-flood

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা: ফের বৃষ্টিতে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ জনে। এখনও নিখোঁজ কয়েকশ মানুষ। ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। নতুন করে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কায় শ্রীলঙ্কা। প্রাকৃতিক দুর্যোগের ফলে অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফের সহায়তা আহ্বান জানিয়েছে দেশটি।

একের পর এক ঘূর্ণিঝড় ও টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির সুমাত্রা ও আচেহ প্রদেশের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত নয় শতাধিক মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ আছেন আড়াইশোর বেশি।

দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আচেহ প্রদেশের তামিয়াং এলাকা। সেখানকার অন্তত ৯০ ভাগ ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। গ্রামের ৩০০ পরিবারের যাওয়ার কোনো জায়গা নেই।

বন্যার কারণে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে ভুগছেন আচেহ প্রদেশের বাসিন্দারা। বিশেষ করে প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পৌঁছানো যাচ্ছে না প্রয়োজনীয় ত্রাণ। এক্ষেত্রে আকাশ পথই একমাত্র উপায়। সরকারি সহায়তা কেন্দ্রগুলো থেকে খাবার ও পানি সংগ্রহ করতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে বাস্তুচ্যুতদের।

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত আরেক দেশ শ্রীলঙ্কায় প্রাণহানি ৬০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ ২ শতাধিক। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজারেরো বেশি ভবন। সেই সাথে তলিয়ে গেছে কয়েক হাজার একর ফসলি জমি। চলমান দুর্যোগের মধ্যে গত দুইদিনে নতুন করে ভারি বৃষ্টির রেকর্ড হয়েছে শ্রীলঙ্কায়। এতে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি অবনতি হয় বন্যা পরিস্থিতির। জরুরি উদ্ধারকাজে বাড়তি সেনা মোতায়েন করেছে সরকার।

সরকারি হিসেব বলছে, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে ৬০০ থেকে ৭০০ কোটি ডলার প্রয়োজন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি সময়মতো পরিশোধ করা শ্রীলঙ্কার জন্য প্রায় অসম্ভব। পরিস্থিতি বিবেচনায় কিস্তির সময় বাড়ানোর পাশাপাশি আইএমএফের কাছে প্রায় ২০০ কোটি ডলারের বাড়তি সহায়তা চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েক।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি অনলাইন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন