খেলা ফিচার্ড

২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন কি ঝুঁকিতে? ভেনেজুয়েলা ইস্যুতে কি বলছে ফিফা?

trump-anfantino

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে গত শনিবার ভোরে কারাকাসে মার্কিন সামরিক অভিযান বিশ্ব রাজনীতিতে নতুন তোলপাড় সৃষ্টি করেছে। এই ঘটনার রেশ এখন এসে লেগেছে ফুটবল মাঠেও। প্রশ্ন উঠেছে, ছয় মাস পর অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে ফিফা?

ইউক্রেন আক্রমণের পর রাশিয়াকে যেমন ফিফা ও উয়েফা সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও তেমন দাবি তুলেছেন অনেক বিশ্লেষক ও সমর্থক। তবে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ বিশ্বকাপের আয়োজক স্বত্ব যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়া বা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা আপাতত নেই। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে কোনো শাস্তিমূলক প্রক্রিয়া বা টুর্নামেন্ট পরিকল্পনা পরিবর্তনের আলোচনা শুরু হয়নি।

আইনি বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার সঙ্গে বর্তমান পরিস্থিতির কিছুটা পার্থক্য রয়েছে। রাশিয়াকে নিষিদ্ধ করার অন্যতম প্রধান কারণ ছিল খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এমন কোনো যুদ্ধ পরিস্থিতি সরাসরি তাদের মূল ভূখণ্ডে নেই। রাশিয়া কোনো চলমান টুর্নামেন্টের আয়োজক ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটি যৌথভাবে আয়োজিত (মেক্সিকো ও কানাডাসহ) একটি বিশাল ইভেন্ট, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের স্পনসরশিপ ও প্রচারসত্ব জড়িত। ফিফার বিধিতে কোনো দেশের পররাষ্ট্রনীতির কারণে তাদের নিষিদ্ধ করার সরাসরি বিধান নেই, যদি না সেই সংঘাত সরাসরি ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপ করে বা প্রতিযোগিতার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।

যদিও ফিফা নীরব থাকতে চাইছে, তবে দক্ষিণ আমেরিকার দেশগুলো এবং মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তোলা হচ্ছে। বিশেষ করে জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘনিষ্ঠতা ও ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ার বিষয়টি সমালোচনার মুখে পড়েছে। বিশ্বকাপের আয়োজক শহরগুলোর ওপর এই অভিযানের কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে মেক্সিকো ও কানাডার কর্মকর্তাদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সূত্র: মানবজমিন

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

 

সংবাদটি শেয়ার করুন