কানাডার সংবাদ ফিচার্ড

তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন জাস্টিন ট্রুডো

জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

ধন্যবাদ কানাডা, উজ্জ্বল ভবিষ্যৎ বেছে নেওয়ার জন্য: ট্রুডো

তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন জাস্টিন ট্রুডো

তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৪৪তম সাধারণ নির্বাচনে তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে।কানাডার ৪৪তম সাধারণ নির্বাচনের তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন কানাডার সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো।বিরোধী কনজারভেটিভ পার্টির চেয়ে বেশি আসন পাওয়ায় দেশটির ক্ষমতায় কোনো পরিবর্তন আসছে না।

কানাডিয়ান টেলিভিশনের বরাতে ট্রুডোর দলের জয় নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

ভোটে জয়ের খবরে এক বক্তব্যে জাস্টিন ট্রুডো একে ‘ক্লিয়ার ম্যান্ডেট’ বলে উল্লেখ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এক টুইটে ট্রুডো বলেন, ধন্যবাদ, কানাডা। ভোট দেওয়ার জন্য। লিবারেল পার্টিতে আপনার আস্থা রাখার জন্য। একটি উজ্জ্বল ভবিষ্যৎ বেছে নেওয়ার জন্য। আমরা কোভিডের বিরুদ্ধে লড়াই শেষ করতে যাচ্ছি। এবং আমরা কানাডাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

নির্বাচনের দিন এভাবেই তাঁর নির্বাচনী এলাকায় প্রিয় এবং বিশ্বস্থ দলীয় কর্মী কাত্যায়নী অধিকারীর সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের প্রাথমিক ফলাফলের পাওয়া তথ্যে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় পেতে হবে। ​অন্যদিকে, বিরোধী নেতা এরিন ও’টুলের রক্ষণশীল দল ১২১ এগিয়ে রয়েছে।

সংসদের ৩৩৮টি আসনে ভোটার দুই কোটি ৭০ লাখ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। এবার মেইলের মাধ্যমেও বহু ভোট পড়েছে।

কানাডায় এবারের নির্বাচনে দেশটির পার্লামেন্টের হাউস অব কমন্সের ৩৩৮ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ১০ জন প্রার্থী। এর মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের প্রার্থী ১ হাজার ৯১৯ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৯১ জন।

২০১৫ সালে কানাডার সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো বিপুল ভোটে জিতেছিলেন। চার বছর পর ২০১৯ সালে তিনি আবার জিতেছিলেন ঠিকই, কিন্তু আসন সংখ্যা সেসময় অনেক কমে যায়। ২০০১ সালে ইউনিভার্সিটি পার্টির কিছু ছবি সেসময় সামনে আসার ফলে আধুনিক, বৈষম্য বিরোধী নেতা হিসাবে তার ভাবমূর্তি ধাক্কা খায়।

নির্বাচনের পূর্বে র‌্যালীর প্রাক্কালে সেলফি তুলছেন  জাস্টিন ট্রুডোর ভক্ত ব্যবসায়ি  রশিদ খান

 

 

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন