ফিচার্ড বিশ্ব

২৮ আরোহী নিয়ে সাগরে রুশ বিমান বিধ্বস্ত

ছবি- সংগৃহীত

২৮ আরোহী নিয়ে সাগরে রুশ বিমান বিধ্বস্ত

রাশিয়ার পূর্বাঞ্চলে কামচাটকার নিকটবর্তী সাগরে ২৮ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার অবতরণ করতে গিয়ে রাশিয়ার এন-২৬ বিমানটি বিধ্বস্ত হয়। রুশ বার্তাসংস্থা রিয়ার বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রাথমিকভাবে বিমানটি নিখোঁজ হওয়ার খবর বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে দুই ইঞ্জিনের টার্বোপ্রোপ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায় রাশিয়ার জরুরি বিভাগ। জরুরি বিভাগ জানিয়েছে, বেশ কয়েকটি জাহাজ সেদিকে রওনা হয়েছে। বিমানে ২২ যাত্রী ও ছয় ক্রু সদস্য ছিলেন।

মঙ্গলবার আঞ্চলিক রাজধানী পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে পালানায় (কামচাটকার উত্তরাঞ্চল) যাচ্ছিল। পালানার অবস্থান ওখটস্ক সাগর তীরের কাছেই। পালানায় নামার আগেই বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বার্তা সংস্থা তাস জানায়, যাত্রীদের মধ্যে পালানার মেয়র ওলগা মোখায়েরভাও ছিলেন। তাসের তথ্য অনুযায়ী, বিমানটি ১৯৮২ সালে নির্মিত হয়েছিল।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন