৫ম বর্ষপূর্তি

আমি লিখবোই ||||  বিশ্বজিৎ মানিক

আমি লিখবোই ||||  বিশ্বজিৎ মানিক


আমি লিখবোই, লিখেই যাবো, লিখতেই হবে।
লেখকের কাজ লেখা, কারো মনপুত হোক কি’বা না।
আমি লিখবো’ই, লিখেই যাবো –
সিবিএনএ’র জন্মদিন বলে কথা।
তোমার কল্যাণে আমি লেখিয়ে হয়েছি,
প্রসারিত হয়েছে হাত, তাই আমি লিখবো।
মহামারি করোবার মৃত্যুর বিভীষিকা
প্রায় পঁচিশ লক্ষ মানুষের শবদেহের মিছিল
আমাকে থামাতে পারবেনা, থামবো না আমি।
সুভাষ পাল কানু’র পরামর্শ কিংবা প্রেরণা
আমাকে এগিয়ে নিয়ে যাবেই তাই আমি লিখবো।
আমি ছান্দসিক কবিতা লিখি কিংবা ছড়া
কারো কাছে এটা সেকেলে পঁচা বস্তা তবুও আমি লিখবো
আবারও বলছি – সিবিএনএ’র জন্মদিন বলে কথা।
আমি অন্তু-মিঠুর বাড়িতে অন্ন ধ্বংস করি
নিদ্রা যাই কম্বল মুড়ি দিয়ে বিছানায়
কখনো নিদ্রাহীন রজনী, কিন্তু কেন?
স্ত্রী কন্যা মোর বাড়িতে একা, বড়োই একা।
আমি থাকি হাওর পাড়ে – কবিতা লিখি বা ছড়া
কেউ হাসে মুখে হাত দিয়ে, কেউবা দেয় বাহবা
কেউ বলে বোকা!  তবুও আমি লিখবো।
কতো বন্ধু পরে আছে প্রবাসে সহপাঠী ছিল যাঁরা
কেউবা স্বদেশের মাটিতে পেয়েছে প্রতিষ্ঠা।
আমি কে? মূর্খ গোবেট, ছাপোষা  থেকে অফিসার!
তবুও আমি লিখবো, পাঠক করবে বিচার।
সিবিএনএ আমার একশত বত্রিশ খানা কবিতা
ছাপিয়ে বানিয়েছে কবি কিংবা ছড়াকার।
তাঁর কাছে আমি কৃতজ্ঞ, চির কৃতজ্ঞ।
তোমার শুভ জন্মদিনে শুভকামনা সিবিএনএ।
নির্ভীক সৈনিক অকতোভয় কলম যোদ্ধা তুমি।
তোমার জন্মদিন শুভ হউক। জয়তুঃ সিবিএনএ।

১৯/০২/২০২১ খ্রিস্টাব্দ।
-বিশ্বজিৎ মানিক, ছড়াকার এবং প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন