যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনের শপথ গ্রহণ এবং কিছু কথা
বিদ্যুৎ ভৌমিক ।। গত ৩ নভেম্বর ২০২০ খ্রী: অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ দিন হল ২০ জানুয়ারি (বুধবার),২০২১খ্রী। যুক্তরাষ্ট্রের ৪৬তম হিসাবে প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ করেন বুধবার ২০ জানুয়ারী ২০২১ খ্রী:। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে শপথ পড়ানো হয় জো বাইডেনকে। বাইবেলে হাত রেখে শপথ বাক্য পাঠ করেন জো বাইডেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরকে শপথ পড়ান যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। শপথ গ্রহনের পর তুমুল করতালি ও হর্ষধ্বনিতে অভিনন্দন জানানো হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে বয়স্ক (৭৮ বছর) নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে। গনতন্ত্রের মন্দির বলে পরিচিত আমেরিকার দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল হিলেই প্রথা অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছিল।
প্রসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের শুরুতে আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করেন করেন আমেরিকার সুপিরচিত সংগীত তারকা লেডি গাগা। এ সময় উপস্থিত সবাই বুকে হাত দিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীতের সঙ্গে একাত্ম হন। এরপর প্রথা অনুযায়ী প্রথমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পথ নেন কমলা হ্যারিস।কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান ও প্রথম দক্ষিণ এশীয় ভারতীয় হিসেবে এ ভাইস প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হলেন । কমলা হ্যারিসকে শপথ পড়ান সুপ্রিম কোর্টে নির্বাচিত প্রথম লেটিনো বিচারপতি সোনিয়া সোটোমেয়র। শপথ শেষ হওয়ার পর তুমুল করতালি দিয়ে ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানান উপস্হিত সবাই।
যুক্তরাষ্ট্রে এতদিন শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হয়েছিল। সৌজন্য ও প্রথা অনুযায়ী নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়ার প্রথা ছিল বিদায়ী প্রেসিডেন্টকে। বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ না দেওয়ার ঘোষণা দিয়ে দেড়শ’ বছরেরও বেশি সময়ের সেই সৌজন্য, ভদ্রতা ও ঐতিহ্য ভঙ্গ করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারী বুধবার সকালেই ওয়াশিংটন ডিসি ছেড়ে ফ্লোরিডা চলে গেলেন ট্রাম্প। সবশেষ ১৮৬৯ সালে প্রেসিডেন্ট ইউলিসেস গ্র্যান্টের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। ট্রাম্পের অভিশপ্ত, অন্ধকার আর অপশাসনের সমাপ্তি ঘটিয়ে আলোর পথে ঝান্ডা ওড়ালেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদায় না জানিয়েই বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ট্রাম্পের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ট্রাম্পের অবান্তর ভোট ডাকাতির অভিযোগকে কোনও পাত্তা না দিয়ে ৬ জানুয়ারি জীবনের ঝুঁকি নিয়ে এই ট্রাম্পের নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইলেকটোরাল কলেজের ভোটে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সার্টিফাই করে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ।আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টবৃন্দ প্রেসিডেন্ট বিল ক্লিনটন, প্রে: জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, এরা সকলেই স্ত্রীসহ নবনির্বাচিত প্রেসিডেনট – জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং তাকে সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
চরম রাজনৈতিক, জনস্বাস্থ্য, অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা সংকট ও অস্হিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের ৪৬তম নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল বুধবার ২০ জানুয়ারী ২০২১ খ্রী:, যা মহাশক্তিধর এ দেশটির ইতিহাসে নজিরবিহীন। হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার, করোনা সংকট এবং বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের যোগ না দেওয়ার ঘোষণার কারণে একদমই ব্যতিক্রমধর্মী ছিল এবারে শপথ অনুষ্ঠান। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবন এবং ডেমোক্র্যাট নেতাদের বাড়িতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ রুখতে খুবই সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে জো বাইডেনের শপথ অনুষ্ঠান। করোনা এবং নিরাপত্তা শঙ্কায় এবার অভিষেক বল স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব তাকিয়ে আছে মহাশক্তিধর এ দেশটির ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান সহ আগামী দিনগুলোতে নূতন প্রেসিডেন্ট জো বাইডেন Administration এর দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলা, রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কযুক্ত বিষয়গুলোর দিকে । ভিন্ন এক প্রেক্ষাপটে শপথ নিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্ট পূর্বসূরির কাছ থেকে এমন দেশ ও ও অস্হিরতা পাননি, যেমনটা অযোগ্য ও মিথ্যুক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে পেলেন বাইডেন। এই মুহূর্তে করোনা মহামারির সংক্রমণ ও বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্র, ভয়ংকর সমর্থকদের সম্ভাব্য সহিংস আচরণের আশঙ্কায় লকডাউনে রয়েছে ওয়াশিংটন ডিসি। করোনায় ইতিমধ্যে কেড়ে নিয়েছে চার লাখের বেশি মার্কিনের প্রাণ। আর ট্রাম্পের ‘উসকানিতে’ ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে সহিংস ওভয়াবহ হামলা চালান তাঁর উগ্র ও বর্ণবাদী সমর্থকেরা। এতে পাঁচজন নিহত হন, আহত হন কয়েক শ। বলা হচ্ছে, ট্রাম্পের মতো করে জনগণের মধ্যে বিভেদের দেয়াল গড়ে বিদায় নেননি কোনো প্রেসিডেন্ট। শুধু দেশে নয়, বহির্বিশ্বেও মার্কিন প্রভাব দারুনভাবৃ ক্ষয়িষ্ণু করেছেন ট্রাম্প। এ সব বিষয়ই বড় চ্যালেঞ্জ হবে বাইডেনের জন্য। এসব চ্যালেঞ্জ জয় করে বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন দিন ফিরিয়ে আনবেন, সেই প্রত্যাশা থাকবে সবার।ব্যাপক বেকারত্ব, উচ্চ ঋণসহ নানা সমস্যায় জর্জরিত মার্কিন অর্থনীতির বর্তমান অবস্থায় জো বাইডেন কীভাবে পথ দেখান, এটাই এখন দেখার বিষয় । শপথ গ্রহণ শেষে ২২ মিনিটের অভিষেক ভাষণে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেন, ‘এটা আমেরিকার দিন। এটা গণতন্ত্রের দিন। ইতিহাস এবং আশার একটি দিন। আমরা আবারও গণতন্ত্রের মূল্য অনুধাবন করতে পেরেছি। গণতন্ত্র ভঙ্গুর এবং এই মুহূর্ত থেকে আমার বন্ধুরা, সর্বত্র গণতন্ত্র বিরাজমান। এখন থেকে পবিত্র এই ভূমিতে, যেখানে কয়েকদিন আগে ক্যাপিটল হীলে তান্ডব হয়েছে যেখানে এক জাতি হিসেবে আমাদের আবার একত্রিত হতে হবে। ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়তে হবে। হিংসা-বিদ্বেষ ভুলে আমি সব নাগরিকের প্রেসিডেন্ট হয়ে সবার ভালোর জন্য কাজ করতে চাই।’
আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জো বাইডেন। বুধবার শপথ গ্রহণের পরই হোয়াইট হাউজে গিয়ে কাজ শুরু করেছেন ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বিদায়ী প্রে: ডোনাল্ড ট্রাম্পের নেওয়া বেশ কিছু বিতর্কিত নীতি নির্বাহী আদেশে পাল্টে দিয়েছেন তিনি। ইতোমধ্যে তিনি স্বাক্ষর করেছেন ১৫টি নির্বাহী আদেশে। এদিকে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনকে বিশ্বের বিভিন্ন দেশ যেমন কানাডা, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপীয়ান ইউনিয়নভূক্ত দেশগুলো, সহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা অভিনন্দন জানিয়েছেন।
সূ্ত্র: সিএনএন. সিবিসি ও বাংলা সংবাদপত্র (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনের শপথ গ্রহণ এবং কিছু কথা )
প্রাক্তন অধ্যাপক, কলামিষ্ট, লেখক ও CBNA এর উপদেষ্টা
মন্ট্রিয়ল, ক্যানাডা, ২১ জানুয়ারী ২০২১
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন