সিউলে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটে আইভিআই (IVI) এবং বাংলাদেশের অনুসমর্থন অনুষ্ঠান
আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (IVI) ১৫ জুলাই ২০২১ তারিখে কোরিয়ার স্থানীয় সময় বিকেল ০৪.০০ টায় এবং বাংলাদেশ সময় দুপুর ০১.০০ টায় আইভিআই-এর সদর দফতরে আইভিআই-এ বাংলাদেশের আনুষ্ঠানিক যোগদান উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিবৃন্দ, কোরিয়ায় বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ এবং আইভিআই-এর সদস্য দেশগুলির প্রতিনিধিবৃন্দ সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করেন।
সিউলে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটে আইভিআই (IVI) এবং বাংলাদেশের অনুসমর্থন অনুষ্ঠান উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক, এম.পি এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহ্রিয়ার আলম, এম.পি শুভেচ্ছামূলক ভিডিও বার্তা প্রেরণ করেন। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইভিআই-এর মহাপরিচালক Dr. Jerome Kim এবং উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে আইভিআই সদর দফতরে রাষ্ট্রদূত আবিদা ইসলাম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এছাড়া ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল মুক্তাদির এবং আইসিডিডিআরবি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ অনলাইনে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বক্তব্য প্রদান করেন।
উপরন্তু, আইভিআই-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান George Bickerstaff, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ব্যুরোর মহাপরিচালক Chang Wook-jin, সিউলস্থ সুইডেন দূতাবাসের চার্জ দ্য’আফেয়ার্স Gabriella Auhustsson এবং সিউলস্থ ফিনল্যান্ড দূতাবাসের সহকারী মিশন প্রধান Mika Ruotsalainenm অনলাইনে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অভিনন্দন বার্তা প্রদান করেন। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত Sripriya Ranganathan অনলাইনে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বক্তব্য প্রদান করেন। এ সময় আইভিআই-এর মহাপরিচালক Dr. Jerome Kim বাংলাদেশের সাথে আইভিআই-এর সম্পর্ককে তুলে ধরে একটি বিশদ ও তথ্যমূলক উপস্থাপনা প্রদান করেন।
আইভিআই-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান George Bickerstaff তাঁর স্বাগত বক্তব্যে আইভিআই প্রতিষ্ঠা-চুক্তির প্রথম পর্যায়ের স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হিসেবে বাংলাদেশের আনুষ্ঠানিক সদস্য প্রাপ্তিতে বাংলাদেশকে স্বাগত জানান। তিনি তাঁর বক্তব্যে নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন আবিষ্কার, উন্নয়ন ও সরবরাহের ক্ষেত্রে বিগত দুই দশক ধরে বাংলাদেশ সরকারের সাথে আইভিআই-এর সহযোগিতামূলক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইভিআই-তে বাংলাদেশের সদস্যপদ লাভ জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরী চ্যালেঞ্জগুলি মোকাবেলায় সহায়ক হবে এবং সহযোগিতার সম্পর্ককে আরো বিস্তৃত করবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক, এম.পি, তাঁর বক্তব্যে বাংলাদেশ ও আইভিআই-এর মধ্যকার সহযোগিতামূলক কর্মকাণ্ড বিশেষতঃ কলেরা, শিগেলা, অ্যান্টি-মাইক্রোবায়াল জাতীয় রোগ প্রতিরোধের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ভাইরাসজনিত সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করতে এবং বৈশ্বিক বাজারের জন্য স্থানীয়ভাবে বাংলাদেশেই ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হবে।
মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহ্রিয়ার আলম, এম.পি তাঁর বক্তব্যে আইভিআই-এ বাংলাদেশের আনুষ্ঠানিক সদস্যপদ প্রাপ্তিতে প্রয়োজনীয় সহায়তা ও সমর্থন প্রদানের জন্য আইভিআইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া বাংলাদেশে ভ্যাকসিন গবেষণা ও উন্নয়ন, ভ্যাকসিন প্রযুক্তি হস্তান্তর, বাংলাদেশের গবেষক ও চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য আইভিআইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইভিআই-এর সদস্য দেশ হিসেবে বাংলাদেশের নতুন ভূমিকা আগামীতে বাংলাদেশ ও আইভিআই-এর মধ্যেকার সহযোগিতার সম্পর্ককে আরো বিস্তৃত ও সুদৃঢ় করবে।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম তাঁর বক্তব্যে বলেন যে, আইভিআই-এ বাংলাদেশের সদস্যপ্রাপ্তি বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ মুহূর্ত । তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইভিআই-এ বাংলাদেশের সদস্যপ্রাপ্তি জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক ব্যাধি হতে মুক্তি লাভে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, আইভিআই-এর সদস্য দেশ হিসেবে বাংলাদেশ রোগমুক্ত বিশ্ব নিশ্চিতকরনে আইভিআই-এর কর্মসূচীকে পূর্ণ সমর্থন প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো আশাবাদ ব্যক্ত করে বলেন যে, এই সদস্যপদটি বাংলাদেশে উন্নততর গবেষণা, ক্লিনিকাল বিকাশ এবং সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন তৈরির পথ সুগম করবে এবং বিশ্বব্যাপী বাংলাদেশকে মানবতার বৃহত্তর কল্যাণে অবদান রাখতে সহায়তা করবে।
ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল মুক্তাদির বাংলাদেশে ইনসেপ্টা ভ্যাকসিন বিকাশ, কলেরা ভ্যাকসিন তৈরি, ইনসেপ্টা-এর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা প্রদানের জন্য আইভিআইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন যে, আইভিআই এবং আইসিডিডিআর, বি-এর সার্বিক সহযোগিতা বাংলাদেশে বিভিন্ন ধরণের ভ্যাকসিন তৈরিতে ইনসেপ্টাকে সক্ষমতা প্রদান করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইভিআই, বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ এবং আইসিডিডিআর, বি-এর মধ্যে যৌথ সহযোগিতার সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি করা হলে তা আগামীতে বিভিন্ন ধরনের ভ্যাকসিন তৈরি ও উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ তাঁর বক্তব্যে কলেরা ভ্যাকসিনসহ বিভিন্ন ধরণের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে আইভিআই, আইসিডিডিআর, বি এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানসমূহের মধ্যে সহযোগিতামূলক কর্মসূচীর কথা তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এরূপ সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে কোভিড-১৯ ভ্যাকসিনসহ অন্যান্য রোগের ভ্যাকসিন তৈরিতে এবং ভাইরাসজনিত মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ব্যুরোর মহাপরিচালক Chang Wook-jin তাঁর বক্তব্যে আইভিআই-এর অভিষ্ট লক্ষ্য-তথা সংক্রামক ব্যাধিমুক্ত বিশ্ব গঠন-বাস্তবায়নের লক্ষ্যে আইভিআই-এর সদস্য দেশ হিসেবে যোগদানের জন্য বাংলাদেশকে স্বাগত জানান। তিনি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে ইতিবাচক প্রচারণার মাধ্যমে আইভিআই-এর বিকাশে কোরিয়ার সরকারের দৃঢ় সমর্থনের কথা ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ যৌথভাবে আইভিআই-এর গঠনমূলক কার্যক্রমকে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কার্যকর ভূমিকা রাখতে পারবে এবং বিশ্বব্যাপী সুস্বাস্থ্য প্রতিষ্ঠায় সহযোগী হবে।
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত Sripriya Ranganathan তাঁর বক্তব্যে ভারত ও আইভিআই-এর মধ্যকার দীর্ঘস্থায়ী সহযোগিতামূলক সম্পর্কের কথা তুলে ধরেন। আইভিআই-এ বাংলাদেশের এই সদস্য পদ প্রাপ্তিতে তিনি বাংলাদেশকে অভিনন্দন জানান এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সহযোগিতার অগ্রগতি সাধনে বাংলাদেশের সাথে তাঁর সরকারের ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আইভিআই-এর মহাপরিচালক Dr. Jerome Kim তাঁর বক্তব্যে আইভিআই প্রতিষ্ঠা চুক্তিটি অনুসমর্থনের মাধ্যমে আইভির সদস্য দেশ হিসাবে বাংলাদেশের স্বীকৃতি লাভে বাংলাদেশকে অভিনন্দন ও স্বাগত জানান। অতঃপর তিনি বিশ্ব জনস্বাস্থ্যের জন্য নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন আবিষ্কার, বিকাশ এবং বিতরণে আইভিআই-এর কার্যক্রম এবং চলমান প্রকল্পসমূহের উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন।
সিউলস্থ সুইডেন দূতাবাসের চার্জ দ্য’আফেয়ার্স Gabriella Auhustsson এবং সিউলস্থ ফিনল্যান্ড দূতাবাসের সহকারী মিশন প্রধান Mika Ruotsalainenm সংক্রামক রোগের জন্য ভ্যাকসিন তৈরি ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে স্ব স্ব দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তাঁরা আইভিআই-এ আনুষ্ঠানিকভাবে যোগদানের জন্য এবং সদস্য দেশ হিসেবে স্বীকৃতি লাভের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান অনুষ্ঠানের পরে আইভিআই-এর সদর দফতরে বাংলাদেশের পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত আবিদা ইসলাম বাংলাদেশের জাতীয় সংগীতের বাজানোর মধ্য দিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং অতঃপর দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ২৮ অক্টোবর ১৯৯৬ তারিখ আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা চুক্তি স্বাক্ষর করে। অতঃপর বাংলাদেশ ২১ শে মার্চ ২০২১ তারিখ চুক্তিটি অনুসমর্থন করে এবং জাতিসংঘ ০৫ এপ্রিল ২০২১ তারিখ চুক্তির অনুসমর্থন প্রাপ্তির প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশের পক্ষে উক্ত চুক্তিটি ০১ মে ২০২১ তারিখ থেকে কার্যকর হয়।
-সিউল, ১৫ জুলাই ২০২১।
Bangladesh-International Vaccine Institute (IVI) ratification ceremony held in Seoul
The International Vaccine Institute (IVI) held a ceremony on 15 July 2021 at 1600 hrs (Korean Time) and 1300 hrs (Bangladesh Time) at the IVI Headquarters welcoming Bangladesh’s accession to the IVI. The event was participated by the representatives from the Government of Bangladesh, members of the Diplomatic community in Seoul, and representatives of the IVI member states online and offline.
On this occasion, H.E. Mr. Zahid Maleque, M.P, Hon’ble Minister, Ministry of Health and Family Welfare and H.E. Mr. Md. Shahriar Alam, M.P, Hon’ble State Minister for Foreign Affairs sent out congratulatory video messages. Ambassador Abida Islam attended the ceremony in person and raised Bangladesh’s Flag at the IVI Headquarters in presence of Director-General of IVI Dr. Jerome Kim and other officials of the IVI. Mr. Abdul Muktadir, Chairman and Managing Director of the Incepta Vaccine Ltd and Dr. Tahmeed Ahmed, Executive Director of the International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh (icddr,b) virtually participated in the ceremony.
Additionally, the Chairperson of IVI’s Board of Trustees, Mr. George Bickerstaff, delivered his welcome remarks virtually. Mr. Chang Wook-jin, Director-General of International Organizations Bureau of the Ministry of Foreign Affairs of the Republic of Korea also offered his congratulations for this special event over a pre-recorded message which was followed by Ambassadors and representatives of IVI signatory countries in the Republic of Korea that is Charge d’affaires of the Embassy of Sweden in Seoul Ms. Gabriella Auhustsson and Deputy Head of the Mission of the Embassy of Finland in Seoul Mr. Mika Ruotsalainenm. Ambassador of India H.E. Sripriya Ranganathan attended the event virtually. Director-General of the IVI Dr. Jerome Kim made a detailed and impressive presentation highlighting IVI’s relationship with Bangladesh during the ceremony.
Chairperson of IVI’s Board of Trustees Mr. George Bickerstaff, in his introductory remarks, welcomed Bangladesh’s ratification of the IVI Establishment Agreement becoming one of the state parties of the IVI. He also highlighted the collaboration of IVI with the Government of Bangladesh for the past 20 years to advance and make available safe, effective and affordable vaccines where they are needed most. He expressed hope that with Bangladesh’s membership in the IVI, there will be continued collaborations across clinical development, epidemiology, and technology transfer to advance vaccine solutions for urgent global public health challenges.
Hon’ble Minister, Ministry of Health and Family Welfare, H.E. Mr. Zahid Maleque, M.P, in his remark, put forward the collaborative efforts between Bangladesh and the IVI in Bangladesh in improving the disease surveillance of Bangladesh from diseases such as cholera, shigella, antimicrobial resistance etc. He also expressed hope that through this cooperation, Bangladesh will be able to control virus borne communicable diseases and to produce vaccines domestically to the global market.
Hon’ble State Minister for Foreign Affairs H.E. Mr. Md. Shahriar Alam, M.P, expressed thanks and gratitude to the IVI for supporting and facilitating the accession process of Bangladesh to the IVI and for providing assistance to Bangladesh through vaccine research and development, vaccine technology transfer, research, and capacity-building collaboration. He expressed hope that Bangladesh’s new role as a state party in the IVI would further expand and consolidate cooperation between Bangladesh and IVI in the days ahead.
Ambassador Abida Islam in her remark said that the accession of Bangladesh to the IVI is indeed a remarkable event that envisions a future free of vaccine-preventable death and illness. She also expressed hope that this membership will pave the way for enhanced research, clinical development, and manufacturing of affordable vaccines in Bangladesh and will assist Bangladesh to contribute to the greater good of humankind, globally.
Chairman and Managing Director of Incepta Vaccine Ltd. Mr. Abdul Muktadir expressed thanks to the IVI management for providing all the support for developing the Incepta vaccine, launching cholera vaccine in Bangladesh and for the development of the organizational capacity and the capacity building of the health professionals of the Incepta Vaccine Ltd. He said that invaluable support from IVI and the icddr,b has helped the Incepta Vaccine Ltd. substantially manufacture and develop different kinds of vaccines in Bangladesh. He expressed hope that there will be more collaborations in the days ahead among the IVI, vaccine industries of Bangladesh and icddr,b which will help develop and manufacture various vaccines in Bangladesh.
Dr. Tahmeed Ahmed, Executive Director of the icddr,b highlighted the collaborative efforts among the IVI, icddr,b, and the pharmaceutical industries of Bangladesh in developing different kinds of vaccines including the oral cholera vaccine. He expressed hope that this collaboration can bring wonders in the development of COVID-19 vaccines and fight the COVID-19 pandemic in Bangladesh.
Mr. Chang Wook-jin, Director General of International Organizations Bureau of the Ministry of Foreign Affairs of the Republic of Korea in his remark cordially welcomed Bangladesh for joining IVI and conveyed the Korean government’s unwavering support and tremendous efforts for the development and visibility of the IVI in the various bilateral and multilateral occasions. He expressed hope that the Republic of Korea in collaboration with Bangladesh would be able to create positive synergies together in the mutual support for more effective and constructive efforts of IVI in advancing global health cooperation.
H.E. Sripriya Ranganathan, Ambassador of India to the Republic of Korea while highlighting India’s longstanding association and collaborative efforts with IVI congratulated Bangladesh for joining the IVI and congratulated IVI for bringing Bangladesh to this important platform. She also said that India is looking forward to working closely with Bangladesh within the ambit of IVI to the advancement of global health cooperation.
Dr. Jerome Kim, Director General of the IVI in his remark congratulated and welcomed Bangladesh, one of the oldest signatories of the IVI, as the state party of the IVI through ratification of the IVI Establishment Agreement. He then gave a brief presentation on the activities and ongoing projects of the IVI in discovering, developing, and delivering safe, effective, and affordable vaccines for global public health.
Ms. Gabriella Auhustsson, Charge d’affaires of the Embassy of Sweden in Seoul and Mr. Mika Ruotsalainenm, Deputy Head of Mission of the Embassy of Finland in Seoul highlighted their respective countries’ collaborative efforts with IVI in the advancement of developing vaccines for infectious diseases and for developing public health management. Congratulating Bangladesh on its formal accession to the IVI, they expressed their respective governments’ commitment to work closely with Bangladesh in expanding collaborative efforts for global health management.
The congratulatory remarks session was followed by the flag-raising ceremony at the IVI Headquarters. Ambassador Abida Islam raised Bangladesh’s flag with the national anthem of Bangladesh which was followed by the national anthem of the Republic of Korea. This followed a commemorative photo session in front of the flags.
Bangladesh is a founding signatory to IVI’s Establishment Agreement, the 1996 UN treaty and ratified the Agreement on 21 March 2021 and the United Nations issued notification of the depository on 05 April 2021. The Agreement entered into force for Bangladesh on 1 May 2021.
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান