খেলা ফিচার্ড

কোপা আমেরিকা: চ্যাম্পিয়ন-রানারআপ কে কত টাকা পাবে?

কোপা আমেরিকা: চ্যাম্পিয়ন-রানারআপ কে কত টাকা পাবে?

গত ১৩ জুন পর্দা উঠে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের। লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে দেখতে প্রায় শেষ দিকে চলে এসেছে। ১০ দলের এই টুর্নামেন্ট এখন দুই দলে পরিণত হয়েছে।

কোপার ফাইনাল ম্যাচটি ব্রাজিলের রিও ডি জেনিরোতের মারকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় শিরোপার মঞ্চে মুখোমুখি হবেন লিওনেল মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিল।

এ ফাইনাল ম্যাচ যে জয় পাবে সেই দল হবে চ্যাম্পিয়ন আর বিপক্ষ দল হবে রানারআপ এটাই নিয়ম। তবে দুই দলের কে, কত টাকা পাচ্ছে এ নিয়ে জানার আগ্রহ সবার। অবশ্য দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন (কনমেবল) কর্তৃপক্ষ এ বিষয়টি জানিয়েছে এপ্রিল মাসেই।

এবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮৪ কোটি ৭৩ লাখ টাকারও বেশি। গত আসরের তুলনায় ২৫ লাখ ডলার বেশি পাবে এবারের চ্যাম্পিয়নরা। আর হেরে যাওয়া দল পাবে ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪২ কোটি টাকারও বেশি।

এর বাইরে অংশগ্রহণকারী সব দলকেই প্রস্তুতি ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য দেয়া হয়েছে ৪০ লাখ ডলার (প্রায় ৩৪ কোটি টাকা) করে।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন