ফিচার্ড বিশ্ব

করোনার ভয়ে এগিয়ে এল না কেউ, ইদের দিন হুগলিতে হিন্দু প্রতিবেশীর দেহ সৎকার মুসলিমদের

করোনার ভয়ে এগিয়ে এল না কেউ, ইদের দিন হুগলিতে হিন্দু প্রতিবেশীর দেহ সৎকার মুসলিমদের

সিবিএনএ অনলাইন ডেস্ক/ ১৪মে। ধর্মপ্রাণ তাঁরা। শুধু ভুলে জাননি মানবিকতা। তাই প্রতিবেশী হিন্দু পরিবারে মৃত্যুর খবর এল যখন, তাঁরা খুশির ইদের উৎসব থামিয়ে বেরিয়ে পড়লেন। করোনার ভয়ে কেউ সৎকারের কাজে হাত লাগাতে রাজি হয়নি। তাই মুসলিম প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্মের সংকীর্ণতা সরিয়ে।

সৎকারে এগিয়ে এলেন মুসলিম প্রতিবেশীরা।


আশিক মোল্লা, গোলাম সুবানী, গোলাম সাব্বার, শেখ সানি-রা হুগলির পোলবা-দাদপুর ব্লকের বাবনান গ্রামের বাসিন্দা। শুক্রবার খুশির ইদের নমজ পড়ে তাঁরা নিজেদের মতোই পালন করছিলেন উৎসব। এরই মধ্যে হঠাৎ খবর এল, পাশের গ্রামের ৭২ বছরের হরেন্দ্রনাথ সাধুখাঁ বৃহস্পতিবার গভীর রাতে মারা গিয়েছেন। গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। করোনা পরীক্ষা করার আগেই তাঁর মৃত্যু হয়েছে। # আনন্দবাজার


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =