কমলগঞ্জের সংবাদ পরিক্রমা
কমলগঞ্জে পূর্ণ বকেয়া মজুরি প্রদানের দাবিতে ৩টি চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ
বিগত ৬০৪ দিনের দৈনিক ৫০ টাকা হিসেবে ৩০ হাজার ২০০ টাকা পূর্ণ বকেয়া প্রদানের দাবি জানিয়েছে চা শ্রমিকরা। সোমবার (৬ মার্চ) সকাল ৮টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিনটি বাগানের চা শ্রমিকরা জড়ো হয়ে আলীনগর চা বাগান কারখানার সম্মুখে বিক্ষোভ করে পূর্ণ বকেয়া পরিশোধের দাবি জানান।
সোমবার সকাল ৮টায় আলীনগর, সুনছড়া, কামারছড়া চা বাগান শ্রমিকরা আলীনগর চা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাগান পঞ্চায়েত সম্পাদক চন্দন বাকতি, সুনছড়া চা বাগান পঞ্চায়েত সম্পাদক প্রশান্ত কৈরী, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সম্পাদক দিলিপ কৈরী, আলীনগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য গৌরি রানী, শ্রমিক নেতা দয়াশংকর কৈরী, সীতারাম বীন, রামবিজিত কৈরী, সুনীল মৃধা প্রমুখ।
শ্রমিক নেতারা বলেন, আমাদের হাড়ভাঙ্গা পরিশ্রমের ৫০ টাকা হারে ৬০৪ দিনের বকেয়া ৩০ হাজার ২শত টাকা প্রদান করতে হবে। সরকার শ্রমিক নেতা ও মালিকপক্ষ আমাদের ন্যায্য পাওনা মাথাপিছু হারে ১৯ হাজার টাকা থেকে বঞ্চিত করছে। এটি মোটেও যুক্তিযুক্ত নয়। আমাদের পূণার্ঙ্গ বকেয়া পরিশোধ করা না হলে পরবর্তীতে আবারো বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে এবং প্রয়োজনে শ্রমিকরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবে।
চা শ্রমিক নেতৃবৃন্দরা জানান, ২০২১ সালে জানুয়ারি হতে ২০২২ সালের আগষ্ট পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডেরও জনপ্রতি প্রায় ২৩০০ টাকা প্রদানের দায় থেকেও মালিকদের মুক্তি দেওয়া হয়। এভাবে মালিকদের স্বার্থরক্ষায় সরকার, মালিক ও দালাল নেতারা সমন্বিত হয়ে সর্বাত্মক ভূমিকা রাখলেও ১৭০ টাকা মজুরি মেয়াদ ২০২২ সালে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে ২ মাস অতিক্রান্ত হলেও কবে নতুন মজুরি কার্যকর হবে সে ব্যাপারে কেউ ‘টু’ শব্দটি করছে না।
এব্যাপারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালেন্দি বলেন, ঢাকায় সমঝোতা বৈঠকে আমরা ছিলাম না। শ্রম প্রতিমন্ত্রী আমাদের ডেকে নিয়ে জানতে চাইলে আমরা বকেয়া ৫০ টাকা হিসাবে শ্রমিকদের ৩০ হাজার ২শ’ টাকা প্রদানের দাবি জানিয়েছি। তিনি আরো বলেন, ১৭০ টাকা মজুরিও সরকার নিধার্রণ করেছে।
কমলগঞ্জে কামারছড়া বিটের সিডিএফ কাজের উদ্বোধন
টেকসই বন জীবিকা সুফল প্রকল্প বন অধিদপ্তর সিলেট এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের কামারছড়া বন বিটের সিডিএফ এর অর্থায়নে ৩ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে বক্স কালভার্ট নির্মাণ কাজের কাজের উদ্বোধন করা রহয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় আলীনগর ইউনিয়নের কামারছড়া বিট অফিসে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। সিএফএমসির কমিউনিটি উন্নয়ন তহবিল এর সি এন আর এসের ফিল্ড ফ্যাসিলিটেটর মো: নজরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান, রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিট কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, বিট কর্মকর্তা রামেশ্বর গড়, ইউপি সদস্য তবিরুন বেগম প্রমুখ।
কমলগঞ্জে এক টাকায় স্বাস্থ্য সেবা
মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যতিক্রম স্বাস্থ্য সেবার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১১ টায় কমলগঞ্জ পৌরসভায় এক টাকার স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দীন। কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হীড বাংলাদেশ কমলগঞ্জের লিয়াজু অফিসার নুরে আলম সিদ্দিকী, মানবজমিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, ডাক্তার মারজান, তথ্য আপা নিশা প্রমুখ।
কমলগঞ্জ পৌরসভায় চলা স্বাস্থ্য সেবা চলাকালে দেখা যায়, রেজিষ্ট্রেশন করে মাটির ব্যাংকে এক টাকা জমা দিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন পৌর এলাকার নানা শ্রেনী পেশার মানুষজন। রয়েছেন পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এক টাকায় স্বাস্থ্য সেবা নিতে আসা পৌর এলাকার রামপাশা গ্রামের আক্কাস মিয়া বলেন, জেলা সদরে ডাক্তার দেখাতে ৫০০-৭০০ টাকা ভিজিট দিয়ে চিকিৎসা সেবা নিতে হয়। এখন আমরা মাত্র ১ টাকা ব্যাংকে দিয়ে চিকিৎসা সেবা নিলাম।
বড়গাছ গ্রামের ডায়াবেটিস রোগী জোবেদা বেগম বলেন, মাত্র এক টাকায় এমবিবিএস ডাক্তারের পরামর্শ আগে কখনো পাইনি। চিকিৎসা নিতে এসে ভালোই লেগেছে।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ বলেন, স্বাস্থ্য সুরক্ষায় গ্রামীণ জনগণের সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য পরিসেবা সর্বোত্তম চেষ্টা করছে সরকার। প্রান্তিক জনপদে মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এমবিবিএস চিকিৎসকের উপস্থিতিতে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারী কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটি আমাদের ২য় আয়োজন। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও হীড বাংলাদেশ কমলগঞ্জের সার্বিক সহযোগিতার দিনব্যাপী চলে স্বাস্থ্য সেবা কার্যক্রম।