সাহিত্য ও কবিতা

দুর্জোনো পরিত্যাজ্য | বিশ্বজিৎ মানিক

দুর্জোনো পরিত্যাজ্য | বিশ্বজিৎ মানিক


বিশ্বাস তুমি তাকেই করো – প্রতীতি যার আছে
অভাজনে আস্থা স্থাপন – ষোল আনাই মিছে
গচ্ছিত ধন করবে হানি – রাখলে কাছে তার
সুযোগ বুঝে হৃদয় মাঝে – ভীষণ দেবে মার।

পরের ধনে পোদ্দারি তার – বাপের দেয়া খাস
চাইলে ফেরত ধরবে টুঁটি – টানবে  চেপে রাশ
সেই মানুষের সাথে কভু – মিত্রতা  না হয়
করলে ভজন তবুও থাকে – মান সম্ভ্রমের ভয়।

পণ্ডিতেরা বলেই থাকেন – মানুষ চিনে চল
এ সমাজে ধূর্ত আছে – আছেই অনেক খল
ডুবিয়ে দেবে নৌকাটি সে – ভিড়বে যখন তীরে
মরবে তমি ডুবেই তখন – চাপাচাপির ভীড়ে।

মিত্র ভাবার আগে সবাই – যাচাই করো মানুষ
হতাশ হয়ে নইলে শেষে – হারবে তোমার হুঁশ
চরিত্রটাই আসল সম্পদ – মুখোশটা নয় বড়ো
ওজনটা যার নেই সমাজে – ভাববে কেন হিরো?

তাইতো বলি সবার তরে – মানুষ চেনো আগে
গড্ডালিকায় চললে পরে – দংশিবে কাল নাগে
মানুষরূপী নাগের ছোবল – সহ্য করা ভার
তোমার রতন ধ্বংস হলে – কি ক্ষতি হয় কার?

৩০/০৪/২০২১ খ্রিস্টাব্দ।

সংবাদটি শেয়ার করুন