সাহিত্য ও কবিতা

সতর্ক বার্তা |||| বিশ্বজিৎ মানিক


সতর্ক বার্তা |||| বিশ্বজিৎ মানিক


সাবধান হয়ে যাও – যতো প্রতারক

সৃষ্টিকর্তা আছেন একজন – মহাবিচারক।


পাপ পূর্ণ হলে পরে – পাপের খতিয়ান

যেনতেন ভাবে হবে – পাপীর অবসান।


মহারথী সেজে যারা – লুটেপুটে খাও

কিছু খাও সত্যি সত্যি – কিছু খাও ফাও।


তোমাদের সময় কিন্তু – এসে গেছে ঘনে

শাহেদ সাবরিনাকে – কাজে রেখো মনে।


সমাজের উঁচু তলায় – কতো লম্ফঝম্প

এক সাথেই এসে গেলো – মহা ভুমিকম্প।


আবারো বলছি আমি – হও সাবধান

বাঁচাতে পারবেনা নচেৎ – নিজেদের মান।


মানুষের জীবন নিয়ে – কতো আহাজারি

তোমাদের চোখে শুধু – দেখো টাকাকড়ি।


কতো টাকা নিয়ে তুমি – সুখী হতে চাও?

মানুষের টাকা শুধু – নিতে চাও ফাও।


কৃষক শ্রমিক আর – মজদুর কুলি

কারো মুখে দেখো আজ – ফুটছে না বুলি।


টেস্ট মেস্ট করো মিছা – ফল লিখে দিয়ে

মানুষের টাকাগুলো – নেও লুটিয়ে।


জেগে গেছে দেখো আজ – মানুষ আবার

বিস্ফোরণ ঘটে গেলে – হবে ছারখার।


আবারো বলছি তাই – সাবধান হও

মাথা উঁচু করে তুমি – সমাজেই রও।


মৃত্যুর মুখোমুখি – মানুষ আজ দাড়িয়ে

মিছামিছি কেন দাও – শিকলটা পড়িয়ে?


পজিটিভ নেগেটিভ – নিয়ে করো খেলা

মানুষেরে করো কেনো – এতো অবহেলা?


বাঁচার তাগিদে মানুষ – করে হাহাকার

মানুষকে পণ্য ভাবে – যতো জানোয়ার।


রঙিন চশমা যখন – থাকবেনা চোখে

পড়তে হবেই তোদের – বেনালে বিপাকে।


পাপ পূর্ণ হবে তোমার – খতিয়ান যবে

কোনো অজুহাতেই আর – রক্ষা না হবে।


সাবধান হয়ে যাও – বলি বারবার

না হলে পাবেনা তুমি – পথ পালাবার।


১৬/০৭/২০২০ খ্রিস্টাব্দ।

সংবাদটি শেয়ার করুন