ফিচার্ড বিশ্ব

৭০% মানুষকে টিকা না দিলে মহামারি শেষ হবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৭০% মানুষকে টিকা না দিলে মহামারি শেষ হবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যানস ক্লুগে বলেছেন, অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার আগপর্যন্ত চলমান করোনা মহামারি শেষ হবে না। তাই দ্রুতগতিতে টিকা দেওয়ার কাজ এগিয়ে নিতে হবে।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যানস ক্লুগে এ কথা বলেন। গতকাল শনিবার তাঁর এ সাক্ষাৎকার প্রচার করা হয়। ক্লুগে বলেন, মহামারি দূর করতে মানুষকে টিকা দেওয়া জরুরি। তবে ইউরোপের দেশগুলোয় টিকা দেওয়ার গতি ‘খুব ধীর’।

মহামারির লাগাম টানার ক্ষেত্রে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার বিভিন্ন ধরনই প্রধান উদ্বেগের বিষয় বলে মনে করেন হ্যানস ক্লুগে। তিনি বলেন, ‘উদাহরণ হিসেবে বলা যায় করোনার যুক্তরাজ্যের ধরনের চেয়ে ভারতীয় ধরন বেশি সংক্রামক। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া ধরনটিও করোনার আগের ধরনগুলোর চেয়ে বেশি সংক্রামক।’

অতিসংক্রামক এসব ধরন করোনা মহামারি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি করছে। মহামারির বিরুদ্ধে লড়তে ‘দ্রুততার’ বিকল্প নেই। এমনটাই মনে করেন হ্যানস ক্লুগে। তিনি বলেন, ‘ডব্লিউএইচও যখন করোনা সংক্রমণকে বৈশ্বিক মহামারি ঘোষণা করল, তখনো অনেক দেশ এটা নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে বেশি সময় নিয়েছে। আমরা মূল্যবান সময় নষ্ট করেছি।’

হ্যানস ক্লুগের মতে, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের সবচেয়ে ভালো বন্ধু হলো গতি। টিকা নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। অনেক দেশ ও অঞ্চলে টিকা দেওয়ার হার বেশ কম। মহামারি নিয়ন্ত্রণে দ্রুতগতিতে আরও বেশি মানুষকে টিকার আওতায় আনতে হবে।’

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের অন্তর্ভুক্ত ৫৩টি দেশ ও অঞ্চলের মাত্র ২৬ শতাংশ মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোয় ৩৬ দশমিক ৬ শতাংশ মানুষ করোনা টিকার অন্তত এক ডোজ নিয়েছেন। প্রত্যাশার তুলনায় এ হার বেশ কম।

করোনাভাইরাসের সংক্রমণের পরিসংখ্যান নিয়মিত হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, গতকাল পর্যন্ত বিশ্বজুড়ে ১৭ কোটি ২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৫ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।

মূলকথাঃ ৭০% মানুষকে টিকা না দিলে মহামারি শেষ হবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন