ফিচার্ড সাহিত্য ও কবিতা

বিচিত্র কুমার-এর কবিতা

বিচিত্র কুমার-এর কবিতা


ডিজিটাল প্রেম
দুজনে বসে নিস্তব্ধতায় কেটে যায় কিছু মুহূর্ত
সন্মুখে পাখিদের যৌনক্রিয়া পুষ্পপত্রে,
দৃশ্যটা একেবারেই পরিচিত পার্কের ভিতরে
ডিজিটাল যুগের হাওয়া লেগেছে গাত্রে।
প্রেমময় কাব্যের ঝঙ্কার চিকিমিকি রোদ্দুরে
তুমি আমিও সারিবদ্ধ কপোত কপোতীর রূপধরে।

শৃংখলিত কৈশোর পেরিয়ে উতলা যৌবন কালের মিষ্টিছন্দে
আমাদেরকে টেনে নিয়ে এসেছে তুমুল দ্বন্দ্বের সমীকরণে,
তখন বুকে ভেতর ভীষণ কম্পন তোমার পিপাসার্ত ঠোঁটে
তা থেকে উত্তপ্ত হতে থাকে আমার স্নায়ুকোষে ক্ষণেক্ষণে।
তুমি যখন অনাবৃত সমুদ্রের মতো জেগে উঠো গভীর তরঙ্গে
কেঁপে ওঠে আমার ছোট্ট পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গে।

রৌদ্রদগ্ধ পথ পেরিয়ে নীলভ্রমর প্রেমিকের বেশে
লাল টুকটুকে ফুলের পাপড়িতে অজস্র চুম্বন খায়,
প্রিয়তমার স্তনভারে মুখ লুকিয়ে মেনে নেই পরাজয়
প্রেম যমুনায় প্রেমের পরসা সাজিয়ে হাবুডুবু খায়।
অতঃপর প্রেমিকের হৃদয়ের অবিরত প্রার্থনায় কিংবা
প্রেমের আকাঙ্ক্ষায় প্রেমিকারা বারবার ফিরে আসে প্রেম যমুনায়।



চন্দ্রিমা

কোটি কোটি চন্দ্রিমার রজনী কেটে গেছে শূন্যতায়
তুমি আসলেনা ফিরে চন্দ্রিমা কোন ঈদে পুষ্পবাগিচায়,
আমি এখনো নীরবে চন্দ্রপ্রভায় একাকী বসে থাকি
শুধু তোমারই প্রতীক্ষায়।

তুমি আসবে বলে,চন্দ্রিমা
নীল আকাশের বুকে রঙধনু সাজে বৃষ্টির ফোটায় ফোটায়,
মরুর বুকে ফোটে ভালোবাসার লাল গোলাপ
হৃদয় হয়ে উঠে ঢেউয়ের মতোই চঞ্চল আশায় আশায়।

অন্তর গহিনে জাগে অজানা প্রণয়ের স্নিগ্ধ স্পন্দন
নয়ন রাঙে জ্যোৎস্নামানবীর অপরূপ শোভায়,
হৃতপিণ্ডের প্রতিটিকোষে রক্তকণিকায় জাগে শিহরণ
উন্মাদনার অতপ্ত নেশায় অন্তর জুড়াই আজন্ম তৃষায়।

অতঃপর তুমি এলে ফিরে চন্দ্রপ্রভার পূর্ণিমায়
রজনীগন্ধার সুবাস মেখে চাওয়া পাওয়ায়,
কোনো এক স্বর্গীয় অনুভূতি মুগ্ধতা ছড়িয়ে
যুগল প্রেমের নিখুঁত ভালোবাসায়।


কবিতা
তুমি আমার প্রথম প্রেমের রোমান্টিক কবিতা
মনের কুঠরিতে লালন করা অব্যক্ত কথা,
বাক্য আর শব্দের অলংকারে তোমাকে সাজাতে
কোটি কোটি প্রেমপত্র লিখিছি ডাইরির পাতা।
মুঠো মুঠো প্রেম ছড়িয়ে দিয়েছি মুক্ত দিগন্তে
শুধু তোমার নামে কবিতা।

কত না রঙ আবেগ অনুভূতি মিশিয়ে
রবীন্দ্রসঙ্গীতের মিলনের সুরে,
কিংবা বীণার করুণ সুরে ডেকেছি
তবুও তুমি বোঝনা থাকো দূরে দূরে।
আমার কবিতার প্রতিটি পংক্তিমালা
শুধু তোমার কথা বলে ছন্দ আর সুরে।

ভালোবাসা সেতো ফিনিক্স পাখির মতো
সাঁতার কাটে ভেসে ভেসে আকাশের তীরে,
রঙধনুর রঙে মন রাঙায় শুধু একাকী নীরবে
জীবন্ত কবিতা কথা কয় যদি মনে ধরে।
তুমি মাঝরাতে চুপিসারে এঁকে দাও ভালবাসার আল্পনা
তুমি আমার শয়নে স্বপনে জাগরণে শুধু এক কল্পনা।


এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন