সাহিত্য ও কবিতা

বৈশাখী খরা ||||  বিশ্বজিৎ মানিক

বৈশাখী খরা ||||  বিশ্বজিৎ মানিক


বৃষ্টির দেখা নেই – বৈশাখী খরা
শুরু হলো আম লিচু – গাছ থেকে ঝরা
কুড়ানি’র দলগুলো – এতে মহা খুশি
ঝরে পড়া আম তারা – পাচ্ছে যে বেশি।

রৌদ্রের তাপ যেন – দিন দিন বাড়ে
মাঠে যারা কাজ করে – টের পায় হাড়ে
ঘাম ঝরে পড়ে তার – মাথা থেকে পায়ে
রমজানে উপবাস – বল নেই গায়ে।

মাঠে মাঠে বোর ধান – পেকে গেছে বেশ
কবে কেটে তুলে এনে – হবে তাহা শেষ?
নেমে যদি এসে পরে – বৈশাখী ঢল
নিমিষেই চলে যাবে – কষ্টের ফসল।

একারণে কৃষকের – ঘুম নেই চোখে
দিন রাত মাঠে থেকে – কথা নেই মুখে
আসছে না পরিযায়ী – শ্রমিকের দল
হারিয়েছে করোনায় – যেন মনোবল।

আশার সঞ্চার হলো – অবশেষে মনে
সেবকেরা যোগ দেয় – কৃষকের সনে
কাটে তাঁরা মাঠে গিয়ে – দল বেঁধে ধান
স্বস্তির নিঃশ্বাসে কৃষক – ফিরে পায় প্রাণ।

২৫/০৪/২০২১ খ্রিস্টাব্দ।

সংবাদটি শেয়ার করুন