ফিচার্ড সাহিত্য ও কবিতা

চিতার বারুদবহ্নি | পুলক বড়ুয়া

চিতার বারুদবহ্নি | পুলক বড়ুয়া
( পঞ্চম মহাপ্রয়াণবার্ষিকীতে মা-কে নিবেদিত কবিতাগুচ্ছ )

১.
মহানাম

আকাশের অপর নাম
বাতাসের অপর নাম
নিঃশ্বাসের অপর নাম
বিশ্বাসের অপর নাম
আলোর অপর নাম
আঁধারের অপর নাম
আধারের অপর নাম
মৃত্তিকার অপর নাম
মহাশূন্যের অপর নাম
মহাকালের অপর নাম

        
       মহানাম
         তুমি

২.
ঘুম

পরিচিত পৃথিবী আজ শূন্য
ভার্চ্যুয়াল দুনিয়া আজ শূন্য
এই নশ্বর দেহে তুমি অবিনশ্বর
এই নশ্বর প্রাণে তুমি অনির্বাণ

যেখানে তুমি কালের কুঁড়ি
যেখানে তুমি অনন্ত কুসুম
দিয়ে গেছ চিরচুম
রেখে গেছ চিরঘুম

       ধ্রুবঘুম

৩.
তিথি

তুমি শুদ্ধস্বর
তুমি শ্রেষ্ঠস্বর
তুমি শুদ্ধতম
তুমি শুদ্ধতমা
তুমি শুভ্রশুচি

তুমি আমার পরম তিথি

৪.
আগুন

তুমি এত পাপ করেছ আগুন
তুমি পুড়বে তোমার আগুনে
তুমি জ্বলবে তোমার আগুনে
            পুড়ে মরবে
জ্বলেপুড়ে ছারখার হবে
          ছাইভস্ম হবে

৫.
শ্মশান
শ্মশান তুমি দগ্ধ করবে ঠিকই,
যেদিন তুমি দগ্ধ হবে কে বাঁচাবে দ্যাখি !


সংবাদটি শেয়ার করুন