জীবন ও স্বাস্থ্য ফিচার্ড

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রসঙ্গে | বিদ্যুৎ ভৌমিক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রসঙ্গে | বিদ্যুৎ ভৌমিক

বৈশ্বিক মহামারী করুনা ভাইরাস (কোভিড-১৯) সাড়া বিশ্বজুড়ে এখনও একটি বহুল আলোচিত  উৎকন্ঠা, দুশ্চিন্তা ও  আলোচ্য বিষয়। এক বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে ভয়ানক তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯ )। মাঝে করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমলেও  রূপ পরিবর্তন করে বারংবার নূতন ধরণ নিয়ে (Variants ) আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে এই মহামারী ভাইরাস। আবারও ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে বিশ্বব্যাপী। এতে ফের নাকাল হয়ে পড়েছে বিশ্ববাসী।  অতীতে কোনও মহামারী ভাইরাস সারা বিশ্বের সকল দেশের ও অঞ্চলের মানুষের মধ্যে এমন ভয়াবহ আশংকা, দুশ্চিন্তা ও উৎকন্ঠা ছড়ায়নি। মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের পরও নূতন রুপে আবির্ভূত হওয়া এবং নিজের প্রতিরূপ তৈরি করে দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারার জন্য কোনভাবেই যেন বৈশ্বিক মহামারী করোনাভাইরাসকে নিয়ন্ত্রন করা। তবে কয়েকটি দেশ  করোনার সংক্রমণ নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে।

তবে ইদানীং ভারতে কোভিডের  সুনামি দেখা যাচ্ছে তার কারণেই একমাএ ভারতে সর্বশেষ একদিনে কোভিড শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। এটিও বিশ্বের কোনো রাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। ভরতে ২৪ ঘণ্টায়  কোভিডে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ২০৫ জন। এতে দেশটিতে মৃতের সংখ্যা  ২ লাখ ৫৮ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বে বর্তমানে ভারত ছাড়াও  ব্রাজিল ও তুরস্কে করোনার ভয়াবহ সংক্রমণ দেখা যাচ্ছে। W.H. O মতে ভারতের Variant বা ধরণটা টা খুবই উদ্বেগজনক।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সর্বশেষ ১২ মে বুধবার  ২০২১ খ্রী: বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বে ২২০টি দেশ ও অঞ্চলে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা  বেড়ে ১৬ কোটি ৯ লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে। । করোনাভাইরাসে বিশ্বে  মৃত্যু সংখ্যা বেড়ে বর্তমানে দাড়িয়েছে ৩৩ লাখ ৪২ হাজারের অধিক মানুষ। একই সাথে সুখবর হল এই যে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩  কোটি ৯৭ লক্ষ  ৯ হাজারের অধিক মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ১২ মে বুধবার  ২০২১ খ্রী: কানাডার সময় বিকাল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শনাক্তের দিক দিয়ে বিশ্বের প্রথম ১০টি দেশের তালিকার সাথে মৃত্যুর সংখ্যা ও সুস্হ্ হওয়ার তালিকা + কানাডা ও বাংলাদেশের  তালিকা এখানে দেওয়া হল। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ১২ মে বুধবার  ২০২১ খ্রী: কানাডার সময় বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা হল যুক্তরাষ্ট্রে অর্থাৎ ৫ লাখ ৯৭ হাজার ৫২৩ জন যুক্তরাষ্ট্রে মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর এ দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ৬৭৮ জন শনাক্ত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৬৬ লক্ষ ১১ হাজারের অধিক মানুষ। শনাক্তের দিক থেকে ২য় অবস্থানে থাকা ভারতে এ পর্যনত করোনায় ২ কোটি ৩৬ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। একই সাথে ভারতে এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ৫৮ হাজার ২৮০ জন এবং ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯৭ লক্ষ ২৮ হাজার ৪৩৬ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী ১২ মে বুধবার  ২০২১ খ্রী: বিকালের রিপোর্টে শনাক্তের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার বৃহওম দেশ ব্রাজিলে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৩৯৭ জন,  মৃত্যুর দিক থেকে বিশ্বে ২য় স্হানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৩৪ জন  এবং ব্রাজিলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৩৮ লাখ  ৪৭ হাজার ১৯১ জন। শনাক্তের দিক থেকে বিশ্বে বর্তমানে চতুর্থ স্হানে থাকা পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সে এ পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫৮ লাখ  ২১ হাজার ৬৬৮ জন। এ পর্যন্ত ফ্রান্সে মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ১১৯ জনের এবং ফ্রান্সে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৬০ হাজার ২৮১ জন। শনাক্তের দিক দিয়ে পঞ্চম  অবস্থানে  তুরস্ক। তুরস্কে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে  ৫০ লাখ ৭২ হাজার ৪৬২ জন,  তুরস্কে  এ পর্যন্ত করোনায় মারা গেছে ৪৩ হাজার ৮২১জন এবং এ পর্যন্ত  তুরস্কে সুস্থ হয়েছেন  ৪৮ লক্ষ ১ হাজারের অধিক মানুষ। ষষ্ঠ স্থান আয়তনে দিক দিয়ে বিশ্বের বৃহওম দেশ রাশিয়ায় করোনায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৪৯ লাখ ৫ হাজার  ৫৯ জন,  এ পর্যন্ত রাশিয়ায় মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৩৩১ জন এবং রাশিয়ায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ লাখ ১৮ হাজার ৫২৯ জন। ৭ম  স্হান  যুক্তরাজ্যে ( বৃটেন ) শনাক্তের সংখ্যা বেড়ে বর্তমানে দাড়িয়েছে ৪৪ লক্ষ ৪১ হাজার ৯৭৫ জন এবং যুক্তরাজ্যে মৃতের সংথ্যা বেড়ে দাড়িয়েছে  ১ লাখ ২৭ হাজার ৬৪০ জন  -এখানে উল্লেখযোগ্য যে, বৃটেন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সর্বাধিক মৃত্যুর দেশ  এবং বৃটেনে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ লাখ ৫৬ হাজার ১০৩ জন । ৮ম স্হান ইতালিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৪১ লাখ ৩১ হাজার ৭৮ জন , ইতালিতে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৩ হাজার  ৫৪৪  জন এবং ইতালিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৫৫ হাজারের অধিক মানুষ। ৯ম  স্হান স্পেনে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩৫ লক্ষ ৯২ হাজারের অধিক মানুষ, স্পেনে মারা গেছেন এ পর্যন্ত ৭৯ হাজার ২০৮ জন এবং স্পেনে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ লাখ ৯১ হাজার ১৫৬ জন। । শনাক্তের দিক থেকে ১০ম  স্হান   ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে  এ পর্যন্ত  শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৫১ হাজার ৫৫০ জন,  জার্মানিতে মৃতের সংথ্যা দাড়িয়েছে ৮৫ হাজার ৯২১ জন  এবং জার্মানিতে সুস্থ হয়েছেন ৩২ লক্ষ  ২০ হাজারের অধিক মানুষ । সর্বশেষ ১২ মে বুধবার  ২০২১ খ্রী: বিকালে এ রিপোর্টে বিশ্বে শনাক্তের দিক দিয়ে ২২তম  স্থানে থাকা আয়তনের দিক থেকে পৃথিবীর ২য় বৃহওম দেশ ক্যানাডায়  করোনায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৩ হাজার ১৮৩ জন। এ পর্যন্ত ক্যানাডায় মারা গেছেন ২৪ হাজার ৭৫৯ জন এবং এ পর্যন্ত কানাডায় সুস্থ হয়েছেন ১২ লাখ ১ হাজার ৫১৭ জন । বিশ্বে শনাক্তের দিক দিয়া ৩৩তম স্থানে থাকা বাংলাদেশে এ পর্যন্ত করোনায় সনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন ১২ হাজার ৪৫ জন এবং বাংলাদেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯  জন।

অনেক অনেক হতাশার মধ্যেও আশার আলো এই যে. অনেক অনেক প্রতিক্ষার পর করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ও নিরাপদভাবে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম ফাইজার-বায়োএনটেক,মডারনার ভ্যাকসিন  দেওয়া  শুরু হয়েছে কানাডা, আমেরিকা, ইউরোীয়ান ইউনিয়ন,  মধ্যপ্রাচ্য সহ, জাপান, কোরিয়া সহ কয়েকটি দেশে ডিসেম্বর মাস থেকেই । বৃটেনে তৈরী Oxford and এট্রোজেনেকা, ভারতের তৈরী কোভে্কসিন ও কোভিশিল্ড দেওয়া শুরু হয়েছে জানুয়ারী মাসে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এত দ্রুত ভ্যাকসিন তৈরি এবং মানবদেহে প্রয়োগের এমন নজির আর নেই । রাশিয়ায় তৈরী স্পুটনিক ফাইভ ভ্যাকসিন ও চীনে তৈরী সিনোফার্ম ও সিনোভ্যাগ ভ্যাকসিনও নিজ নিজ দেশে ও অন্যান্য দেশে দেওয়া শুরু করেছে।

ভয় নয়, সচেতনতাই করোনা প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ । আমাদের নিরাপদে থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।চিকিৎসা বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা মনে করেন, বাইরে চলাফেরার সময় আমরা প্রতিটি ব্যক্তি যদি মুখে মাস্ক ব্যবহার করি ও সাবান, পানি বা Hand sanitizer দিয়ে বারবার হাত ধোওয়ার চর্চা আয়ত্ত করি, আর যদি  ছয় ফুট দূরত্ব বজায় রাখতে পারি তাহলে, করোনার ঝুঁকি দ্রুত কমানো সম্ভব হবে । সবাই সুস্হ থাকুন, ভাল থাকুন ও স্বাস্হ্য বিধি মেনে চলুন। এখন মানুষের হৃদয়ের একমাএ প্রত্যাশা ও দাবী, কত তাড়াতাড়ি মানুষের জীবনে  স্বস্তি ফিরে আসবে, জীবন স্বাভাবিক হবে, আরও প্রত্যাশা কত তাড়াতাড়ি মানুষ করোনার Vaccine নিতে পারবে এবং জীবনযাত্রা স্বাভাবিক হবে। সৃষ্টির শ্রেষ্ঠতম জীব মানুষ কিন্তু উন্নতি ও এগিয়ে চলার সপ্ন ও আশা দিয়েই মানুষ বেঁচে থাকে । ২০২১ সাল বিশ্ব করোনামুক্ত হয়ে অর্থনৈতিক উন্নতির চাকা গতিশীল হবে এবং জীবনযাত্রা স্বাভাবিক হয়ে দিকে দিকে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে- এ প্রার্থনা ও প্রত্যাশা করছি সর্বান্তকরণে ।

তথ্য: ওয়ার্ল্ডোমিটার ( Worldometer )ও অন্যান্য সংবাদপত্র

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রসঙ্গে | বিদ্যুৎ ভৌমিক | সাবেক অধ্যাপক, লেখক ও সিবিএনএ’র উপদেষ্টা. ১২ মে ২০২১ খ্রী:


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + thirteen =