৮ দাবিতে সিলেটবাসীর রেলপথ অবরোধ
নিজেদের দীর্ঘদিনের ঝুলে থাকা দাবিগুলো নিয়ে এবার সরাসরি রেলপথ অবরোধের পথে হাঁটলেন বৃহত্তর সিলেটবাসী।
শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় টাঙ্গুয়ার এক্সপ্রেস ট্রেনসহ মোট আট দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
তবে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে অল্প সময়ের মধ্যেই অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের একজন সেলিম আহমেদ জানান, আমরা ১২টার দিকে একটি ট্রেন ১০ মিনিটের জন্য আটকে রেখেছিলাম। পরে মন্ত্রণালয়ের আশ্বাসে সেটি ছেড়ে দিয়েছি। আজকের মতো কর্মসূর্চী শেষ।
শ্রীমঙ্গল থেকে আন্দোলনে শামিল হয় বৃহত্তর সিলেটবাসী
আরেকদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, শমশেরনগর, ভানুগাছ স্টেশনে অবরোধের সমর্থন দাবি আদায় বাস্তবায়ন কমিটির পাশাপাশি সাধারণ মানুষও একাত্মা প্রকাশ করেছেন।
আন্দোলনকারীদের আট দফা দাবি হলো-
১. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু করা
২. সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা
৩. সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু করা
৪. সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু করা
৫. কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো
৬. সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রাবিরতি বন্ধ করা
৭. সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন এবং
৮. যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি যুক্ত করা।

এদিকে, রাজধানীর মালিবাগ রেলগেটে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থামানোর চেষ্টা করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীরা। তবে ট্রেন থামেনি। সেখান থেকে আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া কর্মসূচি চলবে। পাশাপাশি প্রয়োজনে রেলভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা।
বাংলাদেশ জার্নাল




