প্রকৃতির লীলাভূমি | বিশ্বজিৎ মানিক
প্রকৃতির লীলাভূমি – আমাদের জেলা
ভ্রমণ বিলাসে কেউ – করেনা যে হেলা
দূর থেকে জেনে নেয় – কোথা আছে ভেন্যু
ফুল নিয়ে করে খেলা – মাখে গায়ে রেণু।
পাহাড়ের ঝোপঝাড়ে – আছে কতো প্রাণী
দেখে যেতে এসে বলে – দিয়ে হাতছানি
অতিথি পাখির মেলা – বসে শীতকালে
সুমধুর গান করে – যেন তালে তালে।
চা লেবু কমলার – সাথে আনারস
ঘটি দিয়ে খোলা হয় – রাবারের কষ
মৌচাক থেকে মধু – মৌয়াল খুলে
সারা জেলা ভরা আছে – ফল আর ফুলে।
নদী খাল হ্রদ আরো – ছোট বড়ো ছড়া
মাঝে মাঝে আছে ক’টি – ঝরনার ধারা
হাওর বাওড় আর – ঝিলে আছে মাছ
কতো লোক এসে দেখে – মনিপুরী নাচ।
জেলা জজ স্যার আর – ম্যাডাম মিলে
স্মৃতি ধরে রেখেছেন – ছবি ক’টি তুলে
যোগাযোগ মাধ্যমে – দেখা হলে ছবি
অনুমতি নিয়ে লেখে – কবিতাটি কবি।
২0/০৬/২০২১ খ্রিস্টাব্দ।