মুহূর্তের মধ্যে তলিয়ে গেল দোতলা বাড়ি (ভিডিও)
মুহূর্তের মধ্যে একটা দোতলা বাড়ির আটলান্টিক মহাসাগরে বিলীন হওয়ার দৃশ্য ধরা হয়েছে ক্যামেরায়। সমুদ্র পৃষ্টের উচ্চতা বেড়ে যাওয়ায় বাড়ির ভিত দুর্বল হয়ে বাড়িটি মুহূর্তের মধ্যে আটলান্টিক মহাসাগরে তলিয়ে যায় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এইরেসের মার ডেল টুয়ু এলাকায় আটলান্টিক মহাসাগরের উপকূল ২৮ জুলাই এ ঘটনা ঘটেছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের ঢেউ বার বার বাড়িটির গায়ে আছড়ে পড়ছে। এক সময় ঢেউয়ের ক্রমাগত আঘাতে ভিত দুর্বল হয়ে বাড়িটি ভেঙে পড়ে।
স্থানীয় বাসিন্দারা বাড়িটি ভেঙে পড়ার ভিডিও ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়।
তবে ভেঙে পড়ার সময় বাড়ির ভেতরে কেউ না থাকায় এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
মুহূর্তের মধ্যে তলিয়ে গেল দোতলা বাড়ি (ভিডিও)
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান