ফিচার্ড সাহিত্য ও কবিতা

সিদ্ধার্থ সিংহের দু’টি অণুগল্প

সিদ্ধার্থ সিংহের দু’টি অণুগল্প


দেখছ না গাড়ি চালাচ্ছি

বউকে নিয়ে গাড়ির সামনে এসে বিকাশ বলল, রতন চাবিটা আমাকে দে। আজ আমি গাড়ি চালাব। তুই পিছনে গিয়ে বস।

বিকাশ গাড়ি চালাচ্ছে। পাশের সিটে বউ। বউ মাঝেমাঝেই দুষ্টুমি করে তাকে কনুই দিয়ে খোঁচা দিচ্ছে। কখনও গালে হাত বোলাচ্ছে। কখনও কাতুকুতু দেওয়ার চেষ্টা করছে।

বিকাশ দু’-তিন বার বারণ করেছিল। এ বার বিরক্ত হয়ে বেশ জোরেই বলল, দেখছ না গাড়ি চালাচ্ছি…

পিছনের সিটে বসা ড্রাইভার বলল, ওকে একটু ভাল করে বোঝান। আমি তো বলে বলে ফেড আপ হয়ে গেছি।

বিকাশ আচমকা ব্রেক কষতেই প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়ল।


চাল

বাসর রাতে স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ের আগে কি কেউ তোমার জীবনে ছিল?আমাকে বলতে পারো। এটা আজকালকার খুব সাধারণ বিষয়, থাকতেই পারে… বলো।

স্ত্রী ভাবল, তার স্বামী যখন এত সহজ সরল, তা হলে বলেই দিই।

স্ত্রী বিছানা থেকে নেমে আলমারি থেকে একটা ছোট কাঠের বাক্স বের করে স্বামীকে দিল। স্বামী বাক্স খুলে দেখল, বাক্সের ভিতরে একটা ৫০ টাকার নোট আর সাতটা চাল। স্বামী বলল, এইগুলো কি?

স্ত্রী তখন বলল, আমি যখনই কোনও ছেলের সঙ্গে প্রেম করতাম, তখনই একটা করে চাল এই বাক্সে রাখতাম।

স্বামী এই কথা শুনে স্ত্রীকে বলল, ও তাই? তার মানে তুমি এখনও পর্যন্ত মোট সাত জনের সঙ্গে প্রেম করেছ? কি, তাই তো? ঠিক আছে, এটা হতেই পারে। কিন্তু এই ৫০ টাকাটা কিসের?

তখন স্ত্রী বলল,বিয়ের এক সপ্তাহ আগে এখান থেকে এক কিলো চাল বিক্রি করে এই ৫০ টাকা পেয়েছি। আর বাকি আছে এই সাতটা চাল। এগুলো আর বিক্রি করতে পারিনি।

সেই থেকে স্বামী আজও পাগলা গারদের বেডে শুয়ে শুয়ে নার্সকে সমানে বলে চলেছে— ও নার্স, নার্স, এক কিলো চালে ক’টা চাল থাকে গো?



সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন