তোমার অনুকরণে আমি | জীবন পাল
আজ সমস্ত পৃথিবীটা
কেমন জানি বদলে গেছে,
ঠিক যেন তোমার মত।
বিদ্যুতের আলোয়-
হারিয়ে গেছে জ্যোৎস্নালোকিত রাত।
কেউ আজ
সেই আলোকিত প্রান্তে চেয়ে থাকেনা।
সবাই হারিয়ে গেছে কৃত্রিমতার ছায়ায়।
জানো,আজ ওরা সৌন্দর্য পিপাসু।
ওদের প্রেমবাজারে,
মনের বিন্দুমাত্র চাহিদা নেই।
আধুনিকতার ছোঁয়ায়
সবকিছুই আজ বিলীন।
তুমি থাকলে হয়তো —
থাক,সবকিছুই আজ স্বপ্ন।
কিন্তু জানো,আজও সেই বটতলায়
অনেক প্রেমিক-প্রেমিকার ঢল নামে।
তবে আজ হয়তো
আমাদের বেমানান লাগতো।
কেননা, বিদেশি ফ্যাশন কেড়ে নিয়েছে
ফুলবাবু আর শাড়ি পরা রমনীর কদর।
তবু আজও আমি অনুসরণ করি
সেই তোমার।