ফিচার্ড সাহিত্য ও কবিতা

বনে যেতে ইচ্ছে করে ||| শীতল চট্টোপাধ্যায়

বনে যেতে ইচ্ছে করে ||| শীতল চট্টোপাধ্যায়

এই সময় বনে যেতে ইচ্ছে করে ৷
বনকে মা ভাবতে শিখিয়েছিল মা ৷
ইচ্ছে করে , আমার শুকিয়ে যাওয়া ঠোঁট
খেজুরের রসালো ঠোঁটে ভিজিয়ে নিতে ৷
ইচ্ছে করে একবার ছোটবেলা হয়ে
খেজুরের গলা জড়িয়ে
রস পান করতে – করতে মা’কে ফেরাই ৷
নির্জন বনে খেজুরের নীরব মাথায়
‘তারা’ হয়ে মা আসে রাতে ,
মা তার মাতৃদুগ্ধ রেখে যায় খেজুরের বুকে ৷
ওই বনের বুনো সন্তান হতে
শব্দহীন শীত জড়িয়ে
নিঃশব্দে বনের দিকে হেঁটে চলেছি আমি ৷
অনেক উঁচু খেজুর গাছের নিচে
অনেক ছোট হয়ে
আমি এক মা হারা সন্তানে দাঁড়াই ৷
জানি , খেজুরের বুক
আমার ক্ষুধার্ত প্রত্যাশায়
মায়ের বক্ষদুগ্ধ ঝরাবে রস রূপে ৷
সত্যি ঝরায় ৷
বনসংসারেও একাকী দেহাকৃতির খেজুর গাছ
নীরব,নিরুত্তর স্নেহদাত্রী মায়ের মতোই দাঁড়িয়ে ৷
আনমনার অন্যমনে সত্য থেকে হারিয়ে

মাকে ছোঁয়ার মতোই হাতটা ছোঁয়াই
খেজুর গাছে ,
তার বক্ষরসের স্বাদকে
মাতৃদুগ্ধ ভাবতে – ভাবতে
ছোট হতে থাকি আমি ,
ছোট হতে – হতে আমি আমার শিশু হয়ে যাই  , তারপর –
বনের বিছিয়ে দেয়া শুকনো পাতার বিছানায়
ঘুমিয়ে পড়ি কখন !

——————-

সর্ষে ফুল

সর্ষে ফুলের হলুদ দেশে হাঁটছি আমি হলুদ মেখে ,
আলতো গায়ে হাতটা দিতেই বলল – আমায় নাওনা এঁকে ৷
সর্ষে ফুলের হলুদ মেয়ে বলল – আমায় ফুলে ছুঁয়ে ,
বলব – তোমায় হলুদ কথা মন বাউলে শোনো নুয়ে ৷
তারপরে সে অনেক কথা সর্ষে – আমি নির্জনেতে ,
হলুদ কথায় ভিজতে থাকি সর্ষেমন চাই মনে পেতে ৷
হলুদ কথায় বলল আরও আমরা মাঠে পরিযায়ী ,
মাঠে এসে মাঠেই মরি তাই মাঠে নই আমরা স্থায়ী ৷
হলুদ ওড়না সর্ষে ফুলে রঙ মেখে নেয় প্রজাপতি ,
সর্ষে ফুলের হলুদ দেশে হলুদ সূর্য কমায় গতি ৷
দেখল হলুদ সর্ষে মেয়ের মনটা খারাপ কাঁপছে ভয়ে ,
সূর্য বলে – কী হয়েছে ? কাঁপন কেন শরীরময়ে ৷
সর্ষে মেয়ে বলে – সূর্য , কালকে চাষি গেছে বলে ,
এবার কিন্তু সর্ষে জীবন কাস্তে কাড়ায় যাবে চলে ৷
সূর্য বলে – ভয় কেন পাস মাঠ সাজানো সর্ষে মেয়ে ,
আমার বুকে আয় তুলে নিই হলুদ চোখে থাকবি চেয়ে ৷
আমার রঙেই তোর রঙটা হলুদ হয়ে থাকবে ফুটে ,
তোর রঙে তুই ভরাবি মাঠ রোজ সকালে সূর্যে উঠে  ৷

 

 



সংবাদটি শেয়ার করুন