ফিচার্ড রকমারি

জুয়াইরিয়া বিনতে সাইফুদ্দিন (মানাহিল) এর আঁকা ছবি

জুয়াইরিয়া বিনতে সাইফুদ্দিন (মানাহিল) এর আঁকা ছবি

জুয়াইরিয়া বিনতে সাইফুদ্দিন (মানাহিল), বয়স ১০ বছর, ঢাকার একাডেমিয়া স্কুল লালমাটিয়া ক্যাম্পাসের ছাত্রী। তিনি ছয় বছর বয়স থেকেই আঁকাআকি শুরু করেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজের আগ্রহে তার শেখা।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস,  ১লা বৈশাখ বাংলা নববর্ষ, ঈদ উল ফিতর উপলক্ষে তার আঁকা ছবি ইতিমধ্যে পটুয়াখালী, ঢাকা, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউইয়র্ক, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার মন্ট্রিল এর বেশ কিছু বাংলা পত্রিকায় ছাপা হয়েছে।

এই বছর ২০২৩ সালে বাংলাদেশের পটুয়াখালী জেলার অমর একুশে গ্রন্থ মেলায় আট দিন ব্যাপী তার একক চিত্র প্রদর্শনী হয় যেখানে তার করা প্রায় ৪০ টি চিত্রকর্ম প্রদর্শনী ও বিক্রয় হয়। বড় হয়ে তিনি একজন সৎ, আদর্শবান মানুষ হতে চান ও তার কর্মের মাধ্যমে নিজের দেশের মুখ উজ্জ্বল করতে চান। জুয়াইরিয়ার বাবা এবিএম সাইফুদ্দিন পেশায় একজন বেসরকারি চাকুরীজীবি ও তার মা নাফিসা ইসরাত বহ্নি পেশায় একজন ব্যাংকার। তাদের স্থায়ী ঠিকানা বরিশাল বিভাগে।

 

 



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন