ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের গণহত্যা দিবস পালন
দূতাবাস প্রেরীত সংবাদ/ ওয়াশিংটন, ডি.সি., ২৫ মার্চ ২০২১। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে গণহত্যা দিবস পালন করেছে। ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানের হানাদার বাহিনী কতৃক “অপারেশন সার্চ লাইট” নামে পরিচালিত বাংলাদেশের নিরস্ত্র মানুষের হত্যাযজ্ঞকে স্মরণ করে দিনটি পালন করা হয়।
গণহত্যা দিবস উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনিষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান । রাষ্ট্রদূত বলেন, ঔপনিবেশিক শাসন থেকে চুক্তির মাধ্যমে বিশ্বের অনেক দেশের স্বাধীনতা লাভের মত করে বাংলাদেশের স্বাধীনতা আসেনি, বরং লক্ষ প্রাণের চড়া মুল্যে বাংলাদেশ মুক্তি অর্জন করেছে। তিনি বাংলাদেশের অসংখ্য প্রতিকূলতাকে জয় করে স্বাধীনতার সুফল প্রতিটি নাগরিকের নিকট পৌছে দিতে সকলকে কঠোর পরিশ্রমের আহ্বান জানান।
অনুষ্ঠানে “একাত্তরের গণহত্যা ও বধ্যভুমি” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ সালের কালরাতে ও পরবর্তীতে মুক্তিযুদ্ধের নয়মাসে জীবন উৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালিত হয়।
অনুষ্ঠানের শেষে ২৫ মার্চ কালরাতে শাহাদাতবরণকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাস পরিবারের সদস্যগণ প্রজ্বলিত মোমবাতি হাতে দূতাবাস চত্বর প্রদক্ষিণ করেন।
Bangladesh Embassy in Washington DC Observes Genocide Day
In Washington DC, the USA, the Embassy of Bangladesh has observed the ‘Genocide Day’ with due solemnity and respect. The day was observed by commemorating the massacre of unarmed people in Bangladesh by the invading forces of Pakistan under the name “Operation Search Light” on the night of March 25, 1971.
At the beginning of the program held at the Bangabandhu Auditorium of the Embassy on the occasion of Genocide Day, the messages given by President Md. Abdul Hamid and Prime Minister Sheikh Hasina were read out.
Afterward, in his speech, Ambassador M Shahidul Islam paid deep homage to the memory of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and all the matyrs of the War of Liberation. The Ambassador said that unlike most countries in the region that got independence from colonial rule through negotiation, Bangladesh’s freedom came at the high cost of millions of lives. He called upon all to work hard to overcome all adversities and bring the benefits of independence to every citizen. A documentary titled “Genocide in 1971 and the Killing Fields” was screened at the event.
After that, a special prayer was offered seeking the divine blessing and peace of the souls of the Father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and all martyred members of his family and souls of three lakh martyrs who sacrificed their lives on the night of 1971 and in the nine months of the liberation war.
At the end of the ceremony, the embassy family members walked around the embassy premises with lit candles to pay their respects to the memory of the martyrs killed on the night of March 25.