বঙ্গবন্ধুর ছবিতে সাজবে দুবাইয়ের বুর্জ খলিফা
সিবিএনএ অনলাইন ডেস্ক/১৬ মার্চ, ২০২১ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আজ বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি ও জন্মশতবার্ষিকীর লোগো প্রদর্শিত হবে এবং আরবি ও ইংরেজি ভাষায় জন্মশতবর্ষের ঘোষণা দেওয়া হবে। আবুধাবির ন্যাশনাল অয়েল কম্পানির (এডিএনওসি) সদর দপ্তরেও প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি।
সূত্র জানায়, দুবাই সরকার এর আগে শুধু ভারতের জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করেছিল। এ উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়েছে দেশটি। এই কর্মসূচিটি দুবাই টিভি এবং আরো দুটি ইংরেজি চ্যানেলে সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি ওই দিন নিউজবাংলার ফেসবুক পেজ এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত। এ ছাড়া ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে দুবাইয়ের বুর্জ খলিফা ও আবুধাবির এডিএনওসি ভবনে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে এমিরেটস এয়ারলাইনসও বেশ কিছু কর্মসূচি নিয়েছে। -কালের কন্ঠ
এস এস/সিএ