টোকিও অলিম্পিকে বিদেশি দর্শকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা
কোভিড-১৯ পরিস্থিতিতে টোকিও অলিম্পিকে প্রবেশাধিকার নেই দর্শকদের। মহামারির জন্য এক বছর পিছিয়ে গেছে অলিম্পিক। সব ঠিক থাকলে আগামী ২৩ জুলাই বসবে অলিম্পিকের আসর। তবে সেখানে বিদেশি দর্শকদের প্রবেশাধিকারে থাকতে পারে নিষেধাজ্ঞা। এমনই চিন্তা করছে জাপান সরকার।
চলতি মাসের শেষে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সঙ্গে বৈঠক করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জাপানের বিভিন্ন শহরে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এরই মধ্যে অলিম্পিকের মতো বড় ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হলে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র জাপানের মানুষদেরকেই স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হতে পারে বলেই চিন্তা করছে দেশটির প্রশাসন।
টোকিওর সংবাদমাধ্যমে বলা হচ্ছে, জাপানের ৯০ শতাংশ নাগরিকরাও নাকি চান না যে বাইরের দেশ থেকে সাধারণ মানুষ জাপানে প্রবেশ করুক।
এস এস/সিএ