অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে ৭ই মার্চের কর্মসূচি
সিবিএনএ নিউজ ডেস্ক।। ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আগামী ৭ মার্চ রবিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তন্মধ্যে সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে সকাল ১০টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ১০টা ৫মিনিটে জাতীয় নেতৃবৃন্দের বাণী পাঠ।
১০-২০ মিনিটে ‘ঐতিহাসিক ৭ই মার্চ ‘ ভাষণের উপর নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন, সাড়ে দশটায় স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত “ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের তাৎপর্য, গুরুত্ব ও স্বাধীনতা সংগ্রামের ভূমিকার উপর আলোচনা সভা, এরপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি সবাই উপভোগ করার জন্য হাইকমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন দূতাবাসের মিনিস্টার ও দুতালয় প্রধান মিয়া মো. মাইনূল কবির।
- Time: Sunday, March 7, 2021 at 10:00 AM Eastern (US and Canada)
- Zoom Meeting
- https://zoom.us/j/98427818404?pwd=dVc1M0ZtZC9FUURRZTYyNmNhOFNvQT09
- Meeting ID: 984 2781 8404
Passcode: 371436 - YouTube Live: https://youtu.be/ID6-Gdubw_8
- Facebook Live: https://fb.me/e/BZYhZv56
এস এস/সিএ