অন্য এক বাংলাদেশ |||| পুলক বড়ুয়া
আজ আমার শুভ জন্মদিন
আজ আমার শুভ নবজন্মদিন
আজ আমি এক মাতৃভূমি থেকে
আরও এক জন্মভূমিতে
আবির্ভূত হয়েছি, আহূত হয়েছি
আজ আমার সেই কম্প্রমুহূর্ত
আজ আমার সেই নম্রমুহূর্ত
আজ আমার সেই স্বাগতদিন
আজ আমার সেই স্বগতদিন
আজ আমার সেই হিতকরী দিন
আজ আমার সেই নবীনদিন
আজ আমার সেই নবাগত দিন
আজ আমার সেই শাশ্বত দিন
আজ আমার বাংলা মায়ের শুভসুন্দর তিথি
আজ আমার বাংলা মায়ের নয়াবাংলা তিথি
আজ আমার বুকের ভাষার কাছে আত্মনিবেদনের দিন
আজ আমার বুকের ভাষার কাছে আত্মপ্রকাশের দিন
আজ আমার বুকের ভাষার কাছে প্রণত হওয়ার দিন
আজ আমার বুকের ভাষায় বন্দনার দিন
আজ আমার বুকের ভাষার সুনামি
আজ আমার বুকের ভাষার বেশুমার হওয়ার দিন
আজ আমার বুকের ভাষার বের হওয়ার দিন
আজ আমার বুকের ভাষার কুসুম ফোটার দিন
আজ আমার বুকের ভাষাকে বোমার মতো ফাটানোর দিন
আজ আমার মুখের ভাষার অভীক হওয়ার সাহসী দিন
আজ আমার জাতীয় ভাষার আগামী দিন
আজ আমার রাষ্ট্রভাষার মেহফিল
আজ আমার মাতৃভাষার পরম দিন
আজ আমার মাতৃভাষার শুভক্ষণ
আজ আমার মাতৃভাষার শুভসময়
আজ আমার মাতৃভাষার তন্ময় দিন
আজ আমার মাতৃভাষার চিন্ময় দিন
আজ আমার মাতৃভাষার মৃন্ময় দিন
আজ আমার মাতৃভাষার মন্ময় দিন
আজ আমার মাতৃভাষার মঙ্গলময় দিন
আজ আমার বাংলা মায়ের অক্ষয় দিন
আজ আমার বর্ণমালার জগন্ময় দিন
আজ আমার মান ভাষার প্রাণময় দিন
আজ আমার পুনর্জীবন, পুনর্জন্ম
আজ আমার পুনরুজ্জীবন
আজ আমার পুনরুত্থান
আজ আমি মুক্তকন্ঠ
আজ আমি বজ্রকণ্ঠ
আজ আমি স্বকন্ঠ, সুকন্ঠ
আজ আমার স্থান-কাল-পাত্রের উৎক্রান্তি
আজ আমার দেশ-কাল-পাত্রের সংক্রান্তি
আজ এই মহাপৃথিবীর বীর বাঙালির অটল দিন
আজ এই মহাবিশ্বে মহাবীর এক যোদ্ধা জাতির বলবান দিন
আজ স্বপ্রকাশ, সুপ্রকাশের দিন
আজ কথাপ্রকাশ, কথোপকথনের সুসময়
আজ গল্পের জমাটি আসর-মেলা-গুলজার-জম্পেশ দিন
আজ আড্ডা, হাত হাতে, কাঁধ কাঁধে, পা পায়ে
আজ একসাথে চলবার, মিলবার দিন
আজ প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধের দিন
আজ এগিয়ে যাবার, এগিয়ে আসবার দিন
আজ নিখিল নিখিলে, মিছিল মিছিলে
আজ ব্যানার-পোস্টার-প্ল্যাকার্ড-ফেস্টুন
আন্দোলন-সংগ্রাম-বিপ্লবের দিন
আজ পুণ্যের, পূর্ণপ্রকাশের দিন
আজ মুক্তির, যুদ্ধের দিন
আজ স্বাধিকার-স্বাধীনতার দিন
আজ বিরচিত, স্বরচিত হওয়ার দিন
আজ স্বরবর্ণের ধ্বনিময় দিন
আজ ব্যঞ্জনবর্ণের প্রতিধ্বনিময় দিন
আজ সবাক শব্দমালার সচিত্র বিচ্ছুরণের দিন
আজ উজান-ভাটির কথামালার জোয়ার-ভাটার দিন
আজ সাধু-চলিত ইতিহাসমালার সৌকর্যের দিন
আজ সৃষ্টিশীলতার স্বীয় দিন
আজ স্বকীয় দিন
আজ প্রিয় মানচিত্রের ভাষাচিত্রের অদম্য দিন
আজ আমার জন্মভূমির সোনালি দিন
আজ আমার মাতৃভূমির অগ্রণী দিন
আজ আমার দেশমাতৃকার রূপালি দিন
আজ আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের অবাধ্য দিন
আজ আমার অগাধ খোলামেলা দিন
আজ আমার অবাধ স্বপ্নিল দিন
আজ আমার দেশমাতার ইতিকথার দিন
আজ আমার বদ্বীপের পলিময় দিন
আজ আমার মাটির সুঘ্রাণ
আজ আমার স্বদেশের মাহেন্দ্রক্ষণ
আজ তামাম দুনিয়ার তাবৎ মাতৃভাষার একান্ত দিন
৫২ থেকে ৭১ একটি আগামী রাষ্ট্রের অভ্যুদয়ে বিভোর
৫২ থেকে ৭১ একটি প্রকৃত রাষ্ট্রের আগমনীতে উদ্বেল-উচ্ছল
৫২ থেকে ৭১ একটি আসন্ন উত্থানের দিকে বুকবেঁধে দাঁড়ানো সর্বক্ষণ
৫২ থেকে ৭১ প্রস্তুতির প্রতিটি পর্ব
৫২ থেকে ৭১ শ্লোগানে মুখর আগ্নেয়
৫২ থেকে ৭১ লেলিহান-প্রোজ্জ্বল
৫২ থেকে ৭১ লোহুরঞ্জিত অগ্নিগর্ভ-প্রত্যয়
৫২ থেকে ৭১ শ্যামলী হৃদয়ে অরুণোদয়ের বিশাল বিশদ সবিস্তার
একটি মাটির বুকে গহন গহীন স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্র
সবকিছু ছাপিয়ে হাজার বছরে নিরন্তর সোনার চেয়ে খাঁটি বাংলাদেশ অনন্ত হয়ে ওঠা
তিলে তিলে বেড়ে ওঠা তিলে তিলে গড়ে ওঠা
একটি দেশ একটি পৃথিবী
বাহান্ন মানে বাংলা ভাষায় প্রবুদ্ধ হয়ে ওঠার দিন
বাহান্ন মানে বড়াইয়ের সঙ্গে বাংলা ভাষার লড়াই
আটান্ন মানে বুটের নিচে গণতন্ত্র
বাষট্টি মানে জাতির মেরুদণ্ড খাড়া করে দাঁড়ানোর দ্বৈরথ
ছেষট্টি মানে স্বনির্মিতি
ঊনসত্তর মানে লৌহমানবের খাম্বার মতো লম্বা ছায়ার পতন
সত্তর মানে হাজার বছর ধরে এই প্রথম একজন শ্রেষ্ঠ নির্বাচিত বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠার পরাক্রম
একাত্তর মানে গাঙ্গেয়—মহাজাগরণ—
আগুন ঝরানো রক্তফাগুন—হৃদয়ের আলপনা—
পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া : রুদ্র ফাগুন মনে রুদ্র আগুন :
বাংলার প্রতিটি তারিখ—একেকটি তারিখ—আত্মিক স্মারক—গনগনে—দিন বদলের হাঁক—বাঁক : ১০ জানুয়ারি—৮ ফাগুন—৭ মার্চ—১৭ মার্চ—২৫ মার্চ—২৬ মার্চ—১ বৈশাখ—১৫ আগস্ট—৩ নভেম্বর—১৪ ডিসেম্বর—১৬ ডিসেম্বর—নতুন অভিজ্ঞান-নব অভিযাত্রা—এক ঋদ্ধ একক—লাগসই মাইল ফলক—লাগাতার এক অনন্য বাংলাদেশ—এক অবিনশ্বর অন্য বাংলাদেশ !