অর্ধেক নারী-পুরুষ কার্ডিনাল পাখি!
ফাহিম চৌধুরী || অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ বলে মনে হয় এমন একটি পাখির ছবি ক্যামেরাবন্দী করেছেন পেনসিলভেনিয়ার একজন পাখি পর্যবেক্ষক। যদিও এটি একেবারেই নতুন নয়, তবে মিশ্র লিঙ্গের পাখি খুবই বিরল।
সাধারণত, পুরুষ কার্ডিনালগুলো উজ্জ্বল লাল রঙের, এবং স্ত্রী কার্ডিনালগুলো ফ্যাকাশে বাদামি রঙের হয়ে থাকে। এই তথ্য থেকেই ধারণা করা হয় যে এই পাখিটি মিশ্র লিঙ্গের হতে পারে।
৬৯ বছর বয়স্ক অবসরপ্রাপ্ত পাখিবিদ, জেমি হিল বলেন, এটি এমন একটা অভিজ্ঞতা যা জীবনে একবার ঘটে। হিলের একজন বন্ধু তাকে বলেন, তিনি পেনসিলভেনিয়া রাজ্যের ওয়ারেন কাউন্টিতে একটি ‘অস্বাভাবিক পাখি’ দেখেছেন।
প্রথমে হিল ভেবেছিলেন, পাখিটি হয়তোবা ভিন্ন চামড়া বা পালকের হতে পারে, তবে তিনি কোনোভাবেই ভাবেননি যে এটি অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ হবে। তবে মোবাইল ফোনের ছবি দেখার পর, তিনি সন্দেহ করেছিলেন যে এটিতে কার্যকরী ডিম্বাশয় এবং কার্যকরী একক টেস্টিস উভয়ই থাকতে পারে।
তিনি সেই বাড়িতে যান যেখানে কার্ডিনালটি দেখা গিয়েছিল। এক ঘন্টার মধ্যে তিনি এই অস্বাভাবিক পাখিটির ছবি তুলতে সক্ষম হন।
হিল ব্যাখ্যা করে বলেন, “আমি ছবিগুলো ক্যাপচার করার পর, পরবর্তী পাঁচ ঘন্টা ধরে আমার হার্টবিট বেশি ছিল। যতক্ষণ না আমি বাড়ি ফিরে এসে ডিজিটাল ছবিগুলো প্রসেস করে দেখতে পারছি, আসলে আমার কাছে কী আছে, ততক্ষণ আমি শান্ত হতে পারছিলাম না।”
ওয়েস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ব্রায়ান পিয়ার বলেন যে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ, এমন পাখি দেখতে পাওয়া খুব বিরল ঘটনা। কিছু প্রজাতিতে এই ঘটনাটি এতটাই সূক্ষ্ম থাকে যে তা ধরাই পড়ে না।
সূত্র: বিবিসি
এস এস/সিএ